Skip to content

আম্বানি পরিবারের পুত্রবধূ হিসেবে রাজি হতে নিতা দিয়েছিলেন একটি শর্ত! জানেন কি ছিল সেই শর্ত

  img 20221016 181153

  ভারতের ধনী ব্যবসায়ী তথা শিল্পপতিদের মধ্যে সর্ব প্রথম হলেন মুকেশ আম্বানি (Mukesh Ambani)। প্রায়ই তাকে তার ব্যবসা সংক্রান্ত বিষয়ের দরুণ অথবা নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খবরের শিরোনামে দেখা যায়। আর এই বিষয়ের তার স্ত্রী নীতা আম্বানিকেও (Nita Ambani) সক্রিয় থাকতে দেখা যায়। জন সমাজে প্রত্যেকেই তাদের সুন্দর দম্পতিরও আখ্যা দিয়েছেন।

  Neeta Ambani

  তবে আপনি কি জানেন বিয়ের পূর্বে এই দম্পতির কী হয়েছিল? প্রথমে নীতা আম্বানি রাজি ছিলেন না মুকেশ আম্বানিকে বিয়ে করার জন্য। পরে একটি শর্তে তিনি রাজি হয়েছিলেন। জানেন কি সেই শর্ত? নীতা দেবীকে প্রথমবার একটি অনুষ্ঠানে মুকেশ আম্বানি পিতা ধিরুভাই (Dhirubhai) দেখেছিলেন এবং তাকেই বাড়ির বউ হিসাবে নিয়ে যাবেন বলে পছন্দ করেছিলেন।

  Nita Ambani with Mukesh Ambani

  তারপর ১৯৮৫ সালে ৮ ই মার্চ মুকেশ আম্বানির সাথে তার বিবাহ সম্পন্ন হয়। তবে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ প্রতিষ্ঠাতা ধীরুভাই আম্বানিকে শ্বশুরবাড়ি যাওয়ার পূর্বে একটি শর্ত দিয়েছিলেন নীতা আম্বানি (Nita Ambani)। তিনি বলেছিলেন, এই শর্ত মানলে তবেই তিনি বিয়েতে রাজি হবেন।

  Nita Ambani's weeding pic

  আসলে একটি মধ্যবিত্ত পরিবারের মেয়ে নীতা আম্বানি। তিনি একটি স্কুলে পড়িয়ে ৮০০ টাকা বেতন পেতেন এবং তা দিয়ে পুরো পরিবারের সাহায্যের সাথে সাথে নিজের হাত খরচও চালাতেন। তাই তিনি ধিরুভাইকে শর্ত হিসাবে জানিয়েছিলেন, ‘আমায় স্কুলে চাকরিটা করতে দিতে হবে।’ এটা শোনা মাত্রই ধিরুভাই রাজি হন এবং তারপরে তার ছেলের সাথে নীতা আম্বানির বিয়ে হয়।

  Wedding photo of Nita Ambani

  বিবাহের পরও নীতা দেবী চাকরি করতেন। তবে সন্তান হওয়ার পর তিনি চাকরি ছেড়ে তাদের দিকে মনোযোগ দেন। তবে বর্তমানে তিনি মুকেশ আম্বানিকে ব্যবসায় অনেক সাহায্য করেন এছাড়াও ছোট বাচ্চাদের পড়াশোনার সুবিধার্থে অনেক কিছু করেছেন তিনি।

  Nita Ambani with students

  বর্তমানে তিনি ধীরুভাই ইন্টারন্যাশনাল স্কুলের কর্ণধার। এই স্কুলে সেলিব্রেটিদের ছেলেমেয়েরা পড়াশোনা করেন।