বেশ কিছুদিন পূর্বেই খবরের শিরোনামে প্রকাশ পেয়েছিল ১৯৮৫ সালের একটি রেস্তোরাঁর বিল এবং ১৯৩৭ সালের একটি সাইকেলের বিল। যা দেখা মাত্রই সেই সময়ের সাথে বর্তমান সময়ের সমস্ত জিনিসের দামের পার্থক্য দেখেই সকলে অবাক হয়ে গিয়েছিল। সাথে নিজস্ব মন্তব্যও প্রকাশ করেছিল তারা। বর্তমানে এই পর্বে বুলেটপ্রেমীদের ‘রয়্যাল ইন ফিল্ড’ (Royal enfield)-এর আরও একটি বিল অন্তর্ভুক্ত করা হয়েছে, যার দাম দেখে অবাক হচ্ছেন নেটজনতারা। যদিও বর্তমানে এই ‘রাইড অফ প্রাইড’ হিসেবে বিবেচিত বাইকের দাম দেড় লক্ষ টাকার বেশি।
তবে আপনি জানলে অবাক হবেন যে, এক সময় এই বাইকের দাম ছিল ১৯ হাজার টাকার মধ্যে। সম্প্রতি ১৯৮৬ সালের ‘রয়্যাল ইন ফিল্ড’ (Royal enfield)-এর একটি পুরোনো বিলের ছবি ভাইরাল হচ্ছে। সেখানে দেখা যাচ্ছে বুলেট 350cc এর দাম ছিল ১৮৭০০ টাকা। তবে বর্তমান সময়ে ওই ‘Bullet 350cc’ বাইকের দাম ১.৬০ লক্ষ টাকা।
২০২২এর ১৩ই ডিসেম্বর royalenfield_4567k-এর ইনস্টাগ্রাম একটি পেজ থেকে এই বিলের ছবি পোস্ট করা হয়েছে। ক্যাপশন স্বরূপ লেখা ছিল, ‘১৯৮৬ সালের Royal Enfield 350cc’। এখনো পর্যন্ত এই পোস্টটিতে ২২ হাজারেরও বেশি মানুষ লাইক করেছেন এবং অনেক ব্যবহারকারীরা এই বিষয়ে নিজেদের বক্তব্য প্রকাশ করেছেন।
নেটজনতারা মন্তব্যে লিখেছেন, ‘এখন Royal Enfield এর রিমগুলি পাওয়া যাচ্ছে এই দামে’। অপরদিকে একজন ব্যবহারকারী লিখেছেন, ‘আমার বাইক এক মাসে এই টাকার তেল খরচ করে’। অর্থাৎ এই সমস্ত মন্তব্যের দেখে বোঝাই যাচ্ছে যে সেই সময়ের সাথে বর্তমান সময়ের সমস্ত জিনিসের দামে ছিল বিস্তর পার্থক্য।