সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নতুন ট্রেন্ড হিসেবে ভাইরাল হতে দেখা যাচ্ছে পুরানো বিয়ের কার্ড, থেকে শুরু করে পুরানো গাড়ির, সোনার দামের বিলের ছবি। যে জিনিসের দাম বর্তমানে আকাশছোঁয়া সেই জিনিসের পুরনো দিনের অল্প দামের বিল দেখে বেশ আকর্ষিত হচ্ছেন নেটিজেনরা (Social media)। কিছুদিন পূর্বেই বুলেট এবং সাইকেল এর পুরনো বিল দেখা গিয়েছিল সোশ্যাল মিডিয়াতে। তবে এবার চলে এসেছে খাওয়ার বিল।
আজ এই প্রতিবেদনে খাবারের যে বিলটি নিয়ে আলোচনা করব আজ থেকে বেশ অনেক দিনের আগের অর্থাৎ বেশ পুরনো। খাবারের এই পুরনো বিলটি ২৮শে জুন ১৯৭১ সালের। ডিউটিতে মসলা দোসা এবং কফির যে দাম লেখা আছে তা দেখলেই চোখ কপালে উঠবে আপনাদের।
বিলটায় মসলা দোসার দাম লেখা আছে ১ টাকা এবং একটি কফির দামও ১ টাকা। বিলটায় দেখা যাচ্ছে দুটি পদের মোট দাম ২ টাকা। এছাড়াও ৬ পয়সা সার্ভিস ট্যাক্স এবং ১০ পয়সা সার্ভিস চার্জ নেওয়া হয়েছে। এই বিলের ছবি দেখামাত্রই হতবাক কারণ বর্তমানে যেখানে একটা মসলা দোসা এবং একটা সাধারণ কফির দাম ৩০ টাকা ও ৩০ টাকা সেখানে ১৯৭১ সালের এই দামগুলো অনেক কম।
এই বিলের ছবিটি পোস্ট করা হয়েছে টুইটারে @indianhistory00 নামে একটি অ্যাকাউন্ট থেকে। বিলটি দেখা মাত্রই দর্শকরা তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন।