Skip to content

ভারতের এই শীর্ষ ১০ জন ক্রিকেটার যাদের শিক্ষাগত যোগ্যতা জানলে আপনি অবাক হবেন!

img 20221014 212412

বিগত বহু বছর ধরে ক্রিকেটের দুনিয়ায় ভারতীয়দের মধ্যে শচীন (Sachin Tendulkar) থেকে সৌরভ (Sourav Ganguly) তথা বিরাট (Virat Kohli) থেকে ধোনি (M.S. Dhoni) সকলেই অসামান্য। তবে ভারতীয় এই ক্রিকেটের (Indian Cricketer) দেশ শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে আপনি কি জানেন? জানেন আপনার প্রিয় খেলোয়াররা কতদূর পর্যন্ত পড়াশোনা করেছেন? চলুন এই প্রতিবেদনে আপনার প্রিয় ১০ জন ক্রিকেটারের শিক্ষাগত মান (Education Qualification) সম্পর্কে জেনে নি।

১) বিরাট কোহলি (Virat Kohli)

img 20221014 115239

আপনারা সকলেই জানলে অবাক হবেন ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক তথা অতুলনীয় ক্রিকেটার বিরাট কোহলি ১২ ক্লাস পাস করেছিলেন। নয়া দিল্লির বিশাল ভারতী পাবলিক স্কুলে তিনি নিজের পড়াশোনা সম্পন্ন করেন। প্রসঙ্গত বলা যায়, মিস্টার অ্যাংরি ইয়াং ম্যান স্কুলে পড়াকালীন তিনি বেশ পরিচিতি অর্জন করেছিলেন অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে।

২) এম এস ধোনি (MS Dhoni)

img 20221014 115311

ভারতকে দুবার বিশ্বকাপে জয়ী করা মহেন্দ্র সিং ধোনি রাঁচির সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে পড়াশোনা করেতে করতে ক্রিকেটে নিযুক্ত হন এবং খেলার সাথে সাথেই তিনি ২০১১ সালের পর বি.কম ডিগ্রি পাস করেন।

৩) শচীন টেন্ডুলকার (Sachin Tendulkar)

img 20221014 115254

ক্রিকেটের রাজা শচীন টেন্ডুলকার বরাবরই দুর্দান্ত রেকর্ড হোল্ড করেছিলেন। অল্প বয়সেই পড়াশোনা ছেড়ে দিয়েছিলেন। মাত্র ১২ তম শ্রেণী পর্যন্ত তিনি পড়াশোনা শেষ করেছিলেন।

৪) সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly)

img 20221014 115230

আমাদের দাদা তথা সৌরভ গাঙ্গুলি একজন অবিশ্বাস্য খেলোয়াড়। এই অধিনায়ক শিক্ষাগত যোগ্যতার দিক থেকে অনেক এগিয়ে। তিনি কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে স্নাতক পাস করেছিলেন।

৫) রোহিত শর্মা (Rohit Sharma)

img 20221014 115335

আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের এই ‘হিটম্যান’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। মুম্বাইয়ে বসবাস করা এই বাসিন্দা মুম্বাইয়ে একটি স্কুলে ১২ শ্রেণী পর্যন্ত নিজের পড়াশোনা সম্পন্ন করেন।

৬) হার্দিক পান্ডিয়া (Hardik Pandey)

img 20221014 115347

এই ভারতীয় ক্রিকেটের প্রথম থেকেই ক্রিকেটে যোগ দেওয়ার জন্য পড়াশোনায় মনোযোগ দিতে পারেননি। তবে বর্তমানে তিনি ক্রিকেটের অন্যতম প্লেয়ার হিসেবে পরিচিত। তবে জানা গেছে, তিনি ৯ তম ক্লাসে ব্যর্থ হয়েছিলেন।

৭) জাসপ্রিত বুমরাহ (Jasprit Bumrao)

img 20221014 115358

এই ভারতীয় বোলার আমেদাবাদের স্কুলিং নির্মাণ হাই স্কুল থেকে ১২ পর্যন্ত পড়াশোনা করেছিলেন।

৮) কেএল রাহুল (KL Rahul)

img 20221014 115413

ভারতের এই অন্যতম খেলোয়াড় ছোট থেকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করে শ্রী ভগবান মহাবীর জৈন মহাবিদ্যালয় থেকে বি.কম সম্পন্ন করেছিলেন।

৯) দীনেশ কার্তিক (Dinesh Kartik)

img 20221014 115422

নবীনতম ফিনিসার এই ক্রিকেটার প্রথমে ডন বস্কো, স্যান্ট বেডস অ্যাংলো ইন্ডিয়ান হায়ার সেকেন্ডারি স্কুল থেকে পড়াশোনা শেষ করেন। তারপর কুয়েতের সালমিয়ার ইন্ডিয়ান পাবলিক স্কুল থেকে পড়াশোনা সম্পন্ন করেছেন।

১০) ঋষভ পন্ত (Rishav Panth)

img 20221014 115433

উত্তরাখণ্ডে জন্মগ্রহণ কর এই ক্রিকেটার, খেলার জগতে নিজের ক্যারিয়ার গড়ার লক্ষ্যে দিল্লিতে আসেন। দিল্লির বিশ্ববিদ্যালয়ের অধীনে শ্রী ভেঙ্কটেশ্বরা কলেজ থেকে বি.কম সম্পন্ন করেছিলেন।