বলিউডের সবচেয়ে বেশি প্রতিপত্তি সম্পন্ন বিখ্যাত পরিবার হল কাপুর পরিবার (Kapoor Family)। এই পরিবারের প্রত্যেকটি সদস্যই বলিউড ইন্ডাস্ট্রিতে নিজেদের মজবুত জায়গা তৈরি করে নিয়েছেন। এমনকি বলিউডের প্রথম জয়যাত্রা শুরু হয়েছিল এই পরিবারের হাত ধরে। তবে প্রায়ই শোনা যায়, এই পরিবারের প্রত্যেকটি সদস্যই পুথিগত বিদ্যা থেকে অনেক পিছিয়ে।
এক সাক্ষাতকারে জানা গিয়েছিল, রণবীর (Ranbir) যে মাধ্যমিক পাস (Madhyamik) করতে পারবেন, একথা তার পরিবার বিশ্বাসই করতে পারেননি। তবে সবাইকে ভুল প্রমাণ করে দশম শ্রেণীর বোর্ড পরীক্ষায় ৫৩.৪ শতাংশ নম্বর পেয়েছেন তিনি। এই সুসংবাদ গোটা কাপুর পরিবারের কাছে কোন অনুষ্ঠানের থেকে কম ছিল না। কাপিল শর্মা শো-তে ঐশ্বরিয়া থেকে জানা যায়, “রণবীর মাধ্যমিকের ভালোভাবে পাস করার দৌলতে সেই দিন গোটা কাপুর পরিবার থেকেই পার্টির আয়োজন করা হয়েছিল।”
এছাড়াও একটি সাক্ষাৎকারে রণবীর কাপুর নিজে প্রকাশ করেছিলেন যে, এই পরিবারে আমিই প্রথম মাধ্যমিক পাশ করেছি। এর পূর্বে আমার পরিবারে কেউ মাধ্যমিকের গণ্ডি পেরোয়নি।