বলিউড ইন্ডাস্ট্রিতে শুধু নেপোটিজমরা বিরাজ করছে এমন নয়, এই নিপটিজমের ঝড়কে কাটিয়ে উঠে বিশিষ্ট পরিচালক কারণ জোহরের সঙ্গে তর্ক-বিতর্কের সম্মুখীন হয়েও বলিউডের অন্যতম অভিনেতা হয়ে উঠেছেন কার্তিক আরিয়ান (Kartik Ariyan)। কিভাবে নিজের স্বপ্ন পূরণের পথে অটল থাকতে হয় তা তিনি শিখিয়েছেন বহুজনকে।
২০১১ সালে প্রথমবার বলিউডের তিনি নিজের জায়গা তৈরি করতে এসেছিলেন। নিজের অভিনয় দক্ষতার জেরে ইন্ডাস্ট্রি তে মাত্র দশ বছরের মধ্যেই সর্বকালের সেরা অভিনেতাদের মধ্যে তার নাম রয়েছে। ‘পেয়ার কা পঞ্চনামা’ ছবির মাধ্যমে তিনি বলিউড ডেবিউ করেন। তার প্রথম ছবি ব্লকবাস্টার হয়। অবশ্য বলিউডে তাকে প্রথম লঞ্চ করেছিল কারণ জোহার। কার্তিক আরিয়ান তার অভিনীত প্রথম ছবির পর থেকেই একটার পর একটা হিট সিনেমা দর্শকদের উপহার দিতে থাকেন।
তবে কারণ জোয়ারের সাথে এত বন্ধুত্ব হওয়া সত্ত্বেও সম্প্রতি তাদের মধ্যে একটি চূড়ান্ত বিবাদের সৃষ্টি হয়। যা তরুণ কারণ সবার তাকে একটি ছবি থেকে বিতাড়িত করেন। ছবিতে অতিরিক্ত পারিশ্রমিক দাবি করার কারণেই এই বিবাদের সৃষ্টি হয়। যদিও এই বিষয় নিয়ে কারণ জোহর কিংবা অভিনেতা দুজনেই কোনও কথা প্রকাশ করেননি। তবে ‘দোস্তানা ২’ থেকে বাদ পড়লেও, ‘ভুলভুলাইয়া ২’ চলচ্চিত্রটি সুপারডুপার হিট হয়েছিল।
কার্তিক আরিয়ানের ২০২২ সালটা বেশ ভালই কেটেছিল। সম্প্রতি আপকি আদালত রিয়্যালিটি শো-এর মাধ্যমে তিনি দর্শকদের সামনে নিজের উপার্জনের কথা প্রকাশ করেন। তিনি জানিয়েছেন ‘ধামাকা’ ছবিটিতে মাত্র ১০ দিনের কাজ করে তিনি ২০ কোটি টাকা উপার্জন করেছেন। তার এই ছবি ঝড় তুলেছিল ওটিটিতে।
কার্তিক আরিয়ান যখন প্রথম ইন্ডাস্ট্রিতে পা রাখেন সেই সময় তার পারিশ্রমিক ছিল বেশ কম। তিনি নবাগত অবস্থায় লাখের ঘরে পারিশ্রমিক পেতেন। একদম শুরুতেই তিনি পেয়েছিলেন দেড় লক্ষ টাকা। বর্তমানে দেড় কোটি উর্ধ্বে পৌঁছেছে।