অধিকাংশ মানুষ হয়তো জানেন টাকা (Money) তৈরি হয় কাগজ দিয়ে। কিন্তু আসলেই কি টাকা কাগজ দিয়ে তৈরি হয় নাকি অন্য কিছু ? তবে আমাদের দেশের সকল নোটগুলি কাগজের মতোই দেখতে লাগে তাই এটা বলা স্বাভাবিক যে নোটগুলি কাগজ দিয়ে তৈরি। কিন্তু এই ধারণা ঠিক নয়। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
(Reserve Bank of India) জানিয়েছেন, কাগজ দিয়ে টাকা তৈরি হয় না। তাহলে কি দিয়ে টাকা তৈরি হয়? টাকা তৈরি হওয়ার জন্য যে তথ্যটি উঠে এসেছে তা জানলে আপনি অবাক হবেন।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) থেকে জানা গেছে, যদি নোটগুলি কাগজ দিয়ে তৈরি হয় তবে তা বেশি দিন টেকসই হবে না সহজেই নষ্ট হয়ে যাবে। কারণ জল বা হাতের ময়লা লেগে দ্রুত নোট খারাপ হয়ে যেতে শুরু করে। তাহলে ভারতবর্ষে যে নোট তৈরি হয় তার জন্য কি কি উপাদান লাগে?
RBI সূত্রানুযায়ী জানা গেছে, এই নোট তৈরির প্রধান উপাদান হলো তুলো। কাঁচামাল হিসেবে নোট তৈরি জন্যই তোলোকেই ব্যবহার করা হয়। ভারতীয় নোট তৈরিতে প্রায় ১০০ শতাংশ তুলোর ব্যবহার হয়। তবে এই প্রক্রিয়া শুধু ভারতেই সীমাবদ্ধ নয়, বিদেশে নোট তৈরির ক্ষেত্রেও কাঁচামাল হিসেবে তুলোর ব্যবহার হয়।
তুলোর মধ্যে যে তন্তু বর্তমান তাকে লিলেন বলে। নোট তৈরি করার সময় এই তুলোর খন্ডগুলোকে জিলেটিন অ্যাসিড সলিউশনের সঙ্গে ভালোভাবে মেশানো হয়। যাতে নোটগুলি বেশ টেকসই ও মজবুত হয়। আর এই কারণেই নোটে জল পড়লেও তা সহজে ছেড়ে না।