আমাদের দৈনন্দিনের যাতায়াত পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হল ট্রেন। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ রেলপথের মাধ্যমে সঠিক গন্তব্যস্থলে পৌঁছে যায়। তবে রেলপথে শুধুমাত্র যাতায়াতের সহায়তা করে তা নয়, বরং এই রেলস্টেশনেই লক্ষ লক্ষ মানুষ ছোট থেকে বড় বিভিন্ন রকমের কর্মসংস্থানের সুযোগ করে নেয়। এই কারণে তরুণ প্রজন্মের অনেকেই রেলের চাকরি পাওয়ার বহু চেষ্টা চালায়। পাশাপাশি, এই স্বপ্নকে পূরণ করার জন্য অনেক পরিশ্রম করতে হয় তাদের।
রেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পদ হলো স্টেশন মাস্টার (Station Master)। আজকের এই প্রতিবেদনে আমরা রেলের এই গুরুত্বপূর্ণ পদ সম্পর্কে আপনাদের বিস্তারিত তথ্য জানাব। পাশাপাশি এটাও জানতে পারবেন স্টেশন মাস্টার প্রতি মাসে কত টাকা বেতন পান এবং এই পদে থাকাকালীন তারা কি কি সুবিধা উপভোগ করেন।
প্রথমেই জানিয়ে রাখি, রেল স্টেশনে (Rail Station) স্টেশন মাস্টারের (Station Master) কাজ খুবই গুরুত্বপূর্ণ একটা পদ। মূলত স্টেশন মাস্টার স্টেশনের একটি বড় দায়িত্বে থাকেন এবং এর পাশাপাশি সংশ্লিষ্ট স্টেশনে ট্রেনের সুশৃঙ্খলতা পরিচালনার বেশিরভাগ দায়িত্ব থাকে স্টেশন মাস্টারদের হাতে। RRB NTPC পরীক্ষায় সফলতা পেলেই আমি রেলস্টেশনের এই পদে নিযুক্ত হতে পারেন।
মাসে স্টেশন মাস্টাররা কত বেতন পান (How much do station masters get paid per month):-
২০১৯ সালে রেলওয়ে দ্বারা প্রকাশিত NTPC নিয়োগ অনুসারে জানা গিয়েছে যে, স্টেশন মাস্টার পদের জন্য মূলত বেতন হল ৩৫ হাজার ৪০০ টাকা। এই সম্পূর্ণ বেতনটি নির্ধারিত হয় সপ্তম বেতন স্কেল কমিশনের অধীনে লেভেল ৬-এর পে স্কেলের মাধ্যমে। এর পাশাপাশি স্টেশন মাস্টারদের অনেক ধরনের ভাতাও দেওয়া হয়। যেমন- ভ্রমণ ভাতা, মহার্ঘ ভাতা, এইচআরএ সহ আরও বিভিন্ন সুবিধা। সমস্ত সুবিধা মিলিয়ে স্টেশন মাস্টার পদের প্রকৃত বেতন ৫৫ হাজার ৭০০ টাকা। মাঝে মাঝে স্টেশন মাস্টাররা তাদের শিফট অনুযায়ী রাত্রিকালীন ভাতাও পেয়ে থাকেন।
স্টেশনা মাস্টারদের বেতন কাঠামো (Pay Structure of Station Masters)
স্টেশন মাস্টারদের প্রাথমিক বেতন – ৩৫৪০০ টাকা।
গ্রেড পে এবং ডিএ – ৪২০০ ও ১২,০৩৬ টাকা
Travel Allowance- ২,০১৬ টাকা
HRA – ৩১৮৬ টাকা
অর্থ্যাৎ রেল মাস্টার পদের সম্পূর্ণ বেতন মোট – ৫৬ হাজার ৮৩৮ টাকা।