আন্তর্জাতিক মহাকাশ স্টেশনই হলো সমস্ত মহাকাশচারীদের কাছে দ্বিতীয় বাড়ি (international space station)। পৃথিবী থেকে প্রায় ৪০০ কিলোমিটার উপরে অনেক দেশের একটি যৌথ প্রকল্প স্বরূপ এই উড়ন্ত স্টেশন বেশ পরিচিত। অবশ্য এই তালিকার রাশিয়া (Russia) এবং আমেরিকারও (America) রয়েছে।
এছাড়াও জানিয়ে রাখি, এই সমস্ত মহাকাশ স্টেশনগুলি প্রতি সেকেন্ডে প্রায় 7.6 কিলোমিটার বেগে সমস্ত পৃথিবীটাকে প্রদক্ষিণ করে। এইভাবে পৃথিবীটাকে প্রদক্ষিণ করার সময় বিভিন্ন দেশের উপর দিয়ে মহাকাশ স্টেশনগুলি উড়তে থাকে। এই উড়তে থাকার কারণেই সম্প্রতি মহাকাশ স্টেশনগুলি ভারতের উপর দিয়ে উড়ে গিয়েছিল। তখনই সেখান থেকে ভারতকে (India) দেখতে অদ্ভুত সুন্দর লাগছিল আর ওই ভিডিওই গোটা নেটদুনিয়ায় (Viral Video) ভাইরাল হয়ে পড়েছে।
আমেরিকান স্পেস এজেন্সির শেয়ার করা এই ভাইরাল ভিডিওতে দেখা গেছে, মুম্বাই এবং ব্যাঙ্গালোরের উপর দিয়ে ভ্রমণ করেছে এই মহাকাশ স্টেশনটি। এছাড়াও ভিডিওতে দেখা গেছে পাকিস্তানের সীমান্ত ঘেঁষে উত্তর-পশ্চিম উপকূল দিয়ে ভারতের আকাশে প্রবেশ করেছে এই স্টেশনগুলি। ২২ শে ডিসেম্বরের আবহাওয়া পরিষ্কার থাকায় ভিডিওটি ভালোভাবে বোঝা গিয়েছিল।
এবিষয়ে ISS Above-এর ট্যুইটার অ্যাকাউন্ট থেকে জানা গেছে, মহাকাশ স্টেশন গুলিতে ভারত দৃশ্যবন্দী হওয়ার সময় দেখা গেছে ভারতের সাতারা, সাংলি এবং পুনে সহ বেশ কয়েকটি শহর সহ মহারাষ্ট্রের অনেক এলাকা। এর সাথে সাথে মার্কিন গবেষণা সংস্থা নাসা (NASA) যেসকল শহরের উপর দিয়ে গিয়েছে, তার একটি মানচিত্রও প্রকাশ করেছে।
Unusually clear skies on this pass over India today. Starting at the NW coast close to the border with Pakistan heading towards the SE passing over Mumbai and Bangaluru (plus so many other cities).
Dec 22, 2022 08:18 AM UTC. pic.twitter.com/0an96CsmeX— ISS Above (@ISSAboveYou) December 22, 2022