Skip to content

শিল্পপতি মুকেশ আম্বানির পরিবারের প্রত্যেক সদস্যের শিক্ষাগত যোগ্যতা কতদূর?

img 20221120 084304

সারা বিশ্বের তথা ভারতের সবচেয়ে ধনী শিল্পপতিদের মধ্যে মুকেশ আম্বানির ( Mukesh Ambani) নাম উল্লেখযোগ্য। পৃথিবীর ধনী ব্যাক্তিত্বের নিরিখে অষ্টম স্থানে রয়েছে মুকেশ আম্বানির নাম। মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানির তিনটি সন্তান। ১) ইশা আম্বানি (Isha Ambani), ২) আকাশ আম্বানি (Akash Ambani), ৩) অনন্ত আম্বানি (Anant Ambani)।

Members of Ambani family

আম্বানি পরিবারের আরও একজন গুরুত্বপূর্ণ সদস্য হল মুকেশ আম্বানির ছোট ভাই অনিল আম্বানি (Anil Ambani)। তার স্ত্রী টিনা আম্বানির দুজন সন্তান, ১) জয় আনমোল আম্বানি (Joy Anmol Ambani), ২) জয় অংশুল আম্বানি (Joy Anshul Ambani)। এক সময় ধনী ব্যাক্তিত্বের নিরিখে অনিল আম্বানি গোটা বিশ্বে ষষ্ঠ স্থানে ছিলেন।

Joy Anmol Ambani

এই বিলাসবহুল জীবনযাপন করা ধনী পরিবারটির শিক্ষাগত যোগ্যতা নিয়ে কোনও দিন কেউ প্রশ্ন করেনি। তবে আম্বানি পরিবারের শিক্ষাগত যোগ্যতা (Education Qualification Of Ambani Family’s) কত তা আজ এই প্রতিবেদন থেকেই জানতে পারবেন। মুকেশ আম্বানির কন্যা ইশা (Isha Ambani) ধীরুভাই আম্বানি উচ্চ শিক্ষায় ডিগ্রি নিয়েছেন মনস্তত্ত্ব বিষয়ের উপর। তিনি স্কুল পাস করেছেন ইন্টারন্যাশনাল স্কুল (International School) থেকে এবং স্টান্ডফোর্ড গ্রাজুয়েট স্কুল অফ বিজনেস থেকে এমবিএ পাস করেছেন।

Neeta Ambani

আকাশ (Akash Ambani) ধীরুভাই আম্বানি (ইশার যমজ ভাই) ইন্টারন্যাশনাল স্কুল থেকে পড়াশোনা শেষ করেন। তারপর আইল্যান্ডের ব্রাউন ইউনিভার্সিটি থেকে ইকোনোমিক্স (Passed in Economics from Brown University, Island) নিয়ে উচ্চ শিক্ষার ডিগ্রি লাভ করেন। মুকেশ আম্বানি ও নীতা দেবী ছোট ছেলে অনন্ত প্রথমে দাদা-দিদির মতোই ইন্টারন্যাশনাল স্কুল থেকে পাস করেন, তারপর আলমা Metter Brown ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করেছেন।

Anmol Ambani

অনিল আম্বানি ও টিনা আম্বানির বড় ছেলে আনমোল (Anmol Ambani) মুম্বাইয়ের কাথিড্রাল অ্যান্ড জন কনন (Cathedral and John Conan) স্কুল থেকে প্রথমে মাধ্যমিক পাস করেন। তারপর ইংল্যান্ডের সেভেন ওক্স স্কুলেও পড়াশোনা করেন এবং তিনি BSC পাস করেন ওয়ারউইক বিজনেস স্কুল (Warwick Business School) থেকে ম্যানেজমেন্ট নিয়ে। আনমোলের ছোট ভাই অংশুল আম্বানি (Anshul Ambani) দাদার মতোই কাথিড্রাল অ্যান্ড জন কনন স্কুল (Cathedral and John Conan School) থেকে পড়াশোনা করে এবং আমেরিকায় পড়তে গিয়ে ওখানেই গ্রাজুয়েশন ডিগ্রি লাভ করেন।

Mukesh Ambani with Neeta Ambani

মুকেশ আম্বানি তার শিক্ষালাভ করেছেন ইনস্টিটিউট অফ কেমিক্যাল টেকনোলজি Institute of Chemical Technology) থেকে এবং নীতা দেবী তার পড়াশোনা শেষ করেন মুম্বাইয়ের নার্সি মঞ্জি কলেজ কমার্স এন্ড ইকনোমিকস (Narsi Manji College of Commerce and Economics, Mumbai) নিয়ে।