Skip to content

ইন্ডাস্ট্রি দিয়েছিল যৌনরোগ, মাত্র একটি ভুলের জন্য মর্মান্তিক পরিণতি হয় এই অভিনেত্রীর

do you know about indian actress nisha noors tragedic end of life

জীবন একটি এমন চক্রব্যূহ যা কখন আপনাকে কোথায় নিয়ে দাঁড় করিয়ে দেবে তা আপনি বিন্দুমাত্র টের পাবেন না। আপনার এবং আমার মত সাধারন মানুষের এই পরিবর্তন হয়তো কেউ খেয়াল করে না কিন্তু যে সমস্ত মানুষ টাইম লাইনে থাকেন সবসময় তাদের পরিবর্তন খুব সহজে চোখে পড়ে। এমনই একজন অভিনেত্রী ছিলেন নিশা নুর (Nisha Noor)। দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম অভিনেত্রী নিশার জীবনী শুনলে আঁতকে উঠবেন আপনি।

এক সময় ইন্ডাস্ট্রির নামী সুপারস্টারদের মধ্যে অন্যতম ছিলেন নিশা (Nisha Noor)। কিন্তু অর্থের লোভে এমন একটি ভুল করে বসলেন তিনি যা তার জীবনকে ছারখার করে দিল। দক্ষিণ শিব ইন্ডাস্ট্রির আরো একজন অভিনেত্রী সিল্ক স্মিতার জীবন কাহিনীর সঙ্গে ভীষণ মিল রয়েছে এই অভিনেত্রী জীবনের, পার্থক্য শুধু একটাই নিশার জীবনী নিয়ে কোনদিন কোন সিনেমা হয়নি তাই অভিনেত্রীর জীবন সম্পর্কে আমাদের কোন ধারণা নেই।

nisha noor

নিশা জীবনে মাত্র ১১ টি সিনেমায় অভিনয় করেছিলেন কিন্তু সেই ১১ টি সিনেমায় অভিনয় করেই তিনি বুঝিয়ে দিয়েছিলেন তিনি কত বড় জাতের শিল্পী। দুর্ভাগ্যবশত যখন তিনি নিজেকে প্রতিষ্ঠিত করছিলেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঠিক তখনই একটি মাত্র পদক্ষেপ তার ক্যারিয়ারকে শেষ করে দেয়।

নিশা (Nisha Noor) যখন ধীরে ধীরে ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করে নিয়েছিলেন ঠিক তখনই দক্ষিণের এক প্রযোজক টাকার লোভ দেখিয়ে নিশাকে যৌনকর্মী হতে বাধ্য করেন। কাকতালীয় নিশার কাছে তখন তেমন কাজের সুযোগ আসছিল না তাই প্রযোজকের প্রস্তাবে রাজি হয়ে যান নিশা। এই একটি সম্মতি জীবনে অন্ধকার নিয়ে আসে অভিনেত্রীর।

 

 

প্রযোজগের কথায় ইন্ডাস্ট্রির অন্ধকার জগতে ধীরে ধীরে তলিয়ে যান তিনি। গোপনে পতিতাবৃত্তি করার সময় ইন্ডাস্ট্রির বহু অভিনেতার সঙ্গে গোপনে সম্পর্ক তৈরি হয় নিশার। যৌনকর্মী হতে গিয়ে এক সময় শরীরে অজান্তেই বাসা বাঁধে এডসের মত মারণ যৌন রোগ। জীবন যৌবন সবকিছুই শেষ হয়ে যাচ্ছিল ধীরে ধীরে।

nisha noor

এক সময় বাধ্য হয়ে কোন এক দরগার বাইরে ভিক্ষা করতেন অভিনেত্রী, সেখানেই কিছু মানুষ কঙ্কালসার অভিনেত্রীকে দেখে চিনতে পারেন এবং হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করে দেন। শেষ জীবনে চিকিৎসার ব্যবস্থা হলেও শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো যায়নি। মাত্র ৪৪ বছর বয়সে ২০০৭ সালে চেন্নাইয়ের তাম্বারামে মৃত্যুবরণ করেন অভিনেত্রী।