সারা পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন হলো গুগল (Google)। যেকোনো বিষয়ে গুগলের (Google) কাছে জানতে চাইলে সঠিক উত্তরটি পাওয়া যায়। তবে আপনি কি জানেন এমন কিছু জিনিস আছে যা google এ সার্চ করা গুরুতর অপরাধ।
এগুলি সার্চ করলে আপনাকে আইনতভাবে শাস্তি পেতে হবে (Searching all these things on Google can get you legally punished) । আপনি যদি এগুলি গুগলে সার্চ করেন তবে আপনার জেলও হতে পারে। তাই যখনই গুগলে কিছু সার্চ করবেন ভালোভাবে ভেবেচিন্তে করবেন, কারণ নয়তো বেআইনি অপরাধী কঠোর শাস্তি পেতে পারেন আপনি। আমরা আপনাকে এমন ৫ টি কন্টেন্ট-এর কথা বলব যা সার্চ করলে আপনার জেল হতে পারে।
১) বোমা তৈরির পদ্ধতি (Bomb making method)
পৃথিবীর বহু মানুষ অনেক সময় গুগলে (Google) এমন কিছু বিষয় সার্চ করেন যার কোন প্রকৃত অর্থ নেই। তবে এমন হাস্যকর কাজ করে তারা নিজেদেরই বিপদে ফেলেন। আপনারা কোনদিনই গুগলে বোমা বানানোর উপায় সার্চ করবেন না। এইসব বেআইনি ক্ষতিকর কর্মকাণ্ডের উপর সাইবার সেল
খুব ভালোভাবে নজর রাখে। তাই এমন কিছু ক্ষতিকর সার্চের বিষয় দেখলে আইনতভাবে আপনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। এর ফলে আপনার জেলও হতে পারে।
২) কিভাবে গর্ভপাত করতে হবে (How to get an abortion):
আপনারা কি জানেন গর্ভপাত কিভাবে করতে হয় সেই বিষয়ে গুগলে (Google) সার্চ করে বহু মানুষ আইনতভাবে শাস্তি পেয়েছেন। প্রধানত গর্ভপাতের পদ্ধতি অনুসন্ধান করা সবচেয়ে বড় অপরাধ। ভারতীয় আইন অনুসারে ডাক্তারের পরামর্শ ছাড়া গর্ভপাত করা কখনোই উচিত নয়।
৩) ব্যক্তিগত ছবি এবং ভিডিও লিক (Leak private photos and videos):
সোশ্যাল মিডিয়া কিংবা গুগল সাইটে (Google) কখনোই কারোর ব্যক্তিগত ছবি বা ভিডিও ভাইরাল করার চেষ্টা করবেন না। এর ফলে আপনার কঠোর শাস্তি অনিবার্য হতে পারে। জেলেও যেতে পারেন আপনি।
৪) চাইল্ড পর্ণোগ্রাফি (Child Pornography)
শিশুদের পর্নোগ্রাফি ব্যাপারে ভারত সরকার প্রথম থেকেই খুবই কঠোর। তাই ভুলেও google এসব নোংরা, লজ্জাজনক ব্যাপার সার্চ করবেন না। এই আইন লঙ্ঘন করলে আপনার জেল হতে পারে।
৫) সিনেমা পাইরেসি (Cinema Piracy)
আপনারা কি জানেন কোনো সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পূর্বে যদি সেই সিনেমা অনলাইনে লিক করা হয় তা আইনতভাবে গুরুতর অপরাধ। ভারত সরকারের নিয়ম অনুযায়ী, এই আইন লঙ্ঘন করা হলে তিন বছরের জেলসহ ১০০০০ টাকা জরিমানা দিতে হয়।