Skip to content

বাস্তু মতে বাড়িতে ভুলেও লাগানো উচিত নয় এই ৪ টি গাছ, লাগালেই সংসারে নেমে আসবে চরম আর্থিক সংকট!

    img 20230226 232012

    অতিরিক্ত পরিবেশ দূষণ নিয়ে বেঁচে থাকা জীবনযাত্রায় আমরা সকলেই কম বেশি বাড়িতে গাছ (Plant) লাগাতে ভালোবাসি। বিভিন্ন অনুষ্ঠানে প্রত্যেককে সবুজ সতেজ গাছ বসিয়ে তা পরিচর্যা করার পরামর্শ দিয়ে থাকি। কারণ গাছ আমাদের বেঁচে থাকার জন্য মূল অস্ত্র। গাছ থেকেই অক্সিজেন পাওয়া যায়। কিছু গাছ আছে যেগুলি বাড়িতে লাগানো খুবই পবিত্র। তবে আবার এমনও কিছু কাজ আছে যেগুলি বাড়িতে লাগালে মানুষের চূড়ান্ত ক্ষতি হতে পারে। চলুন এমনই ৪ টি গাছের সম্পর্কে আজ জেনে নেওয়া যাক।

    খেজুর (Dates):

    Dates

    খেজুর খুবই সুস্বাদু একটি মিষ্টি জাতের ফল হলেও এই গাছের অনেক ক্ষতিকারক প্রভাব রয়েছে। বাস্তুশাস্ত্রবীদদের মতামত অনুসারে, এই খেজুর গাছ বাড়িতে লাগালে বাড়ির উপর খারাপ প্রভাব পড়তে পারে। তাই খেজুর গাছ বাড়িতে বসানো একেবারেই উচিত নয়।

    ফণীমনসা (Fanimansa):

    Fanimansa

    বাড়িতে কখনোই ফণীমনসা অথবা অন্যান্য কাঁটা জাতীয় কোনো গাছ লাগানো উচিত নয়। শুধু এটাই নয়, বাড়ির আশেপাশেও যাতে এইসব গাছ না থাকে সেদিকেও প্রত্যেককে খেয়াল রাখতে হবে। কারণ ফণীমনসা গাছে কাঁটা থাকার কারণে বাড়িতে খারাপ প্রভাব পড়তে পারে।

    বনসাই গাছ (Bonsai Plant):

    Bonsai Plant

    ভুলেও কোনও বাড়িতে এই বাহারি গাছ লাগাবেন না। কারণ এই গাছ লাগালে আপনি নিজের বিপদ নিজের জন্যই ডেকে নিয়ে আসবেন।

    বট বা অশ্বথ গাছ (banyan tree):

    banyan tree

    অনেক সময় মন্দিরের ওপর বড়সড় অশ্বথ কিংবা বট গাছ লাগানো কখনোই উচিত না। বাস্তুসূত্রের মতে এই গাছ বাড়িতেও লাগানো উচিৎ না।