Skip to content

একসময় বলিউডে খ্যাতির শীর্ষে ছিলেন এই ৫ জন অভিনেত্রী, কিন্তু এই কারণে অভিনয় জগতকে দিয়েছেন বিদায়!

img 20230121 145400

চলচ্চিত্র জগতে এমন অনেক অভিনেতা- অভিনেত্রীরা রয়েছেন, যারা দর্শকদের প্রতিমুহূর্তে অজস্র ভালো ভালো সিনেমা উপহার দিয়েছেন এবং হঠাৎই তাদের আর দেখা যায়নি গ্ল্যামার জগতে। কেউ হয়তো হারিয়ে গেছেন ব্যক্তিগত জীবনের সমস্যার কারণে আবার কেউ হয়তো বর্তমানে সুখী সংসারী। আজ এই প্রতিবেদনে এমন ৫ জন অভিনেত্রীর কথা বলব, যারা একসময় বলিউড দাপিয়ে বেড়াতেন, তবে এখন তারা চলচ্চিত্র জগত থেকে বহুদূরে সরে গেছেন। দেখে নিন প্রতিবেদনটি।

১) নম্রতা শিরোদকার (Namrata Sirakdar)

Namrata Sirakdar

এই স্বনামধন্য সুন্দরী অভিনেত্রী ১৯৯৩ সালে ‘ফেমিনা মিস ইন্ডিয়ার’ (Femina Miss India)খেতাব জিতেছিলেন। ১৯৯৮ সালে ‘যব পেয়ার কিসি সে হোতা হ্যায়’ ছবির মাধ্যমে তার বলিউড যাত্রা শুরু হয়েছিল। ২০০৪ সালের পর থেকে তিনি স্বইচ্ছাতেই সরে আসেন বলিউড জগত থেকে।

২) অনু আগরওয়াল (Anu Aggarwal)

Anu Aggarwal

১৯৯০ সালে আশিকি চলচ্চিত্রে’র মধ্য দিয়ে নিজের ক্যারিয়ার জগত শুরু করেছিলেন এই অভিনেত্রী। প্রথম ছবিতেই অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিলেন সকলের কাছে। তবে একটি গাড়ি দুর্ঘটনায় বদলে যায় তার জীবনের মোড়। তিনি সরে আসেন চলচ্চিত্র জগত থেকে।

৩) নাগমা (Nagma)

Nagma

৯০ দশকের সবচেয়ে বড় অভিনেত্রী ছিলেন তিনি। ইন্ডাস্ট্রিতে বেশ দাপট ছিল তার, তবে তাকে শেষ দেখা গিয়েছিল ভোজপুরি ছবি ‘থেলা নং ৫০১’,  তারপর তিনি হঠাৎই সরে যান বিনোদন জগত থেকে।

৪) শাবানা রাজা (Shabana Raza)

Shabana Raza

১৯৯৮ সালে ববি দেওলের বিপরীতে ‘কারিব’  ছবির মধ্য দিয়ে বলিউডে প্রবেশ করেছিলেন তিনি। একসময় জনপ্রিয়তার শীর্ষে পৌঁছালে ২০০৯ সালের ‘অ্যাসিড ফ্যাক্টরি’ চলচ্চিত্রের পর তাঁকে আর বিনোদন জগতে দেখা যায়নি।

৫) মমতা কুলকার্নি (Mamta Kulkarni)

Mamta Kulkarni

বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে এই সুন্দরী অভিনেত্রী ছিলেন সর্বপ্রথম। তবে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছালে ২০০২ সালের ‘কাভি তুম কাভি ম্যায়’তে শেষবারের মত দেখা গিয়েছিল তাঁকে। তিনি তার স্বামীর সাথে ড্রাগস কান্ডে জরিয়ে পরেছিলেন।