বলিউডের নতুন প্রজন্মের নায়িকাদের মধ্যে বর্তমানে সবচেয়ে শীর্ষস্থানীয় অভিনেত্রী হলেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। সৌন্দর্যের দিক থেকেই হোক কিংবা অভিনয় প্রতিভা এই সমস্ত দিক থেকেই তাকে টেক্কা দেওয়ার মতো অভিনেত্রীর সংখ্যা বলিউডে এখন খুবই কম। যেকোনো ইন্ডাস্ট্রির বড় বড় পরিচালক প্রযোজক তার সাথে কাজ করার জন্য ভীষণভাবে আগ্রহী। তবে আপনি কি জানেন স্বয়ং দীপিকার মতোই তার মন ও ভীষণ সুন্দরী এবং প্রতিভাশীল। আসুন এই প্রতিবেদনে দীপিকার বোন আনিশা পাড়ুকোনের (Anisha Padukone) কথা জেনে নেওয়া যাক।
বলিউডের এই সর্ববৃহৎ অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এর সম্পর্কে তার ভক্তরা সহ অনেক বিষয়েই জানেন। দীপিকার বাবা প্রকাশ পাড়ুকোন ব্যাডমিন্টন দুনিয়ার একজন অত্যন্ত ভালো কোচ। তবে অনেকেই দীপিকার বোন আনিসা সম্পর্কে খুব বেশি কিছু জানেন না। দিদির মতো শিল্প জগতে তার তেমন সুনাম না থাকলেও, আনিশা (Anisha Padukone) নিজস্ব ক্যারিয়ারে অর্থ্যাৎ খেলায় বেশ ভালো সুনাম করেছেন।
নিজের বাবার থেকে খেলায় উৎসাহিত হয়ে তিনি হয়ে উঠেছেন গল্ফ খেলোয়াড় (Glof Player)। খেলাধুলার সাথে যুক্ত থাকার দরুণ আনিসার কঠোর পরিশ্রমের সাথে সাথে তার অত্যন্ত সুন্দর ফিটনেসফেট আকর্ষণীয় ফিগার আপনার নজর কেড়ে নেবে। বর্তমানে তিনি একজন বিখ্যাত প্রফেশনাল গল্ফ খেলোয়াড় (Glof Player)।
সোশ্যাল মিডিয়ায় আনিশা বেশ সক্রিয় থাকেন এবং সেখানে নিজস্ব অনেক ছবি ভিডিও শেয়ার করেন তিনি। অনেক দর্শকরাই বলেছেন আনিসা বলিউডে পা রাখেননি ঠিকই তবে তার সৌন্দর্যতা কোনও হিরোইনদের থেকে কম নয়। নেটিজেনদের মতে দিদির মতই বোনও এই শিল্পজগতে ভালো ক্যারিয়ার গড়তে পারতেন।
তবে বহুবার দর্শকদের এই কথা দীপিকার কানে পৌঁছাতে তিনি সকলের ইচ্ছা ব্যর্থ করেননি। সরাসরি বোনকে সিনেমার পর্দায় না আনলেও, সম্প্রতি দীপিকার অভিনীত একটি সিনেমা ‘গেহরাইয়া’তে (Gehraiah) তার বোনের নিজস্ব ছবি ব্যবহার করেছিলেন তিনি। ছবিতে দুই বোনের ছোটবেলার দৃশ্যে তিনি তার নিজস্ব বোন আনিশার ছবি ব্যবহার করেছিলেন।
ছবিতে আনিশা পাড়ুকোনের শৈশবে একটি ফটো ফ্রেম দেখা গিয়েছিল। যারা দুই বোনের ছোটবেলার ছবি তারা প্রত্যেকেই চিনতে পেরেছিলেন। ওই দৃশ্যটি স্ক্রিনশট তুলে গোটা সোশ্যাল মিডিয়ায় ভাইরালও করা হয়।