ভারতের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা বাংলার দাদা সৌরভ গাঙ্গুলীর (Sourav Ganguly) সারা বিশ্বে জনপ্রিয়। তার দৌলতেই প্রথম বিদেশের মাঠে কাপ জিতেছিল ভারত (India)। ভারতীয় ক্রিকেটকে বিশ্বের দরবারে অন্যরকম রূপ দিয়েছিলেন তিনি।
তিনি শুধু দুর্দান্ত অধিনায়ক ছিলেন না সাথে অতুলনীয় একজন ব্যাটসম্যান (Sourav Ganguly Was A Outstanding Cricketer) ছিলেন। আজও দর্শকরা তার খেলার প্রসংশায় পঞ্চমুখ। সৌরভ গঙ্গোপাধ্যায় আমাদের বাংলার গর্ব (Sourav Ganguly is Pride of Our Bengal)।
তবে সারা পৃথিবীর কাছে আজ তিনি বিখ্যাত ক্রিকেটার তকমার পাশাপাশি দুর্দান্ত সঞ্চালক নামে পরিচিত (Sourav Ganguly Is Very Good Anchor) । আন্তর্জাতিক ক্রিকেট (International Cricket) থেকে অবসর নেওয়ার পরেই দীর্ঘ ১০ বছর ধরে জি বাংলার (Zee Bangla Reality Show) অন্যতম রিয়ালিটি শো দাদাগিরি’র (Dadagiri) সঞ্চালক তিনি। এই সুবাদেই নিজের অন্য একটি পরিচয়ও গড়ে তুলেছেন তিনি। খুব শীঘ্রই বলিউডে তার বায়োপিক (Sourav Ganguly Biopic in Bollywood) আসছে চলেছে। সৌরভের চরিত্রে যাতে অভিনেতা রণবীর কাপুর (Ranbir Kapoor) অভিনয় করেন তার সম্মতি খোদ দাদাই দিয়েছেন।
আপনি কি জানেন আমাদের সকলের প্রিয় সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) কোটি কোটি টাকার মালিক হলেও তিনি তার পৈতৃক বাড়িটি খুব পছন্দ করেন। তাই সারা বিশ্বে এত সফলতা অর্জন করা সত্ত্বেও কলকাতার এই বাড়ি তিনি ছেড়ে যাননি। নিজের ছোটবেলাটা তিনি এই বাড়িতেই কাটিয়েছেন। তাই পরিবারের সকল সদস্যের সাথে তিনি এখনও এই বাড়িতেই থাকেন। তবে অনেকেই হয়তো তার বাড়ির অন্দরমহলের দৃশ্যটি কেমন তা জানেন না। সেটাই আজ এই প্রতিবেদনে দেখে নিন।
প্রায় সাড়ে ছয় দশক ধরে গঙ্গোপাধ্যায় পরিবারের সকল সদস্যরাই এখানে থাকেন। তার এই পৈতৃক বাড়ির অন্দরেই সুবিশাল বারান্দা এবং ভিন্টেজ ইন্টেরিয়র রয়েছে। এই রাজকীয় পুরাতন বাড়িতেই রয়েছে আধুনিকতার ছোঁয়া। এখনও কাজের ছুটিতে এই বাড়ির লিভিং এড়িয়াতে বসেই বাড়ির সদস্যরা সময় কাটান।
নিজের বাড়ির মধ্যে সৌরভের সবচেয়ে প্রিয় জায়গা হল বাগান ও তার সোফা। বাগানের মনোরম পরিবেশে বসে চায়ের কাপে চুমুক দিয়েই খবর পড়তে পড়তে তার দিন শুরু হয়। জীবনের ৪৪ বছর তিনি এই বাড়িতেই কাটিয়েছেন। তাই বিদেশে গেলেও সময় মতো নিজের বাড়ি ফিরে আসার তার কাছে শান্তির। নিজের জীবনসঙ্গিনী ডোনা গাঙ্গুলীকে (Dona Ganguly) বিয়ে করে এই বাড়িতেই এনেছিলেন তিনি। তাই নিজের ছোটবেলার সব স্মৃতি মহারাজের এই বাড়ি নিয়েই।