কখনও পরনে ব্লেডের ঝার, তো কখনও আবার আলুর বস্তা কিংবা সারা শরীরে টুনি লাইট জড়ানো – এমন অদ্ভুত পোশাকে সবসময় সোশ্যাল মিডিয়ায় দেখা যায় বর্তমানে সংবাদ শিরোনামের অন্যতম হট টপিক লেডি উরফি জাভেদ’কে (Urfi Javed)। তবে তার এমন অদ্ভুত ফ্যাশন স্টাইলের জন্য তিনি বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় ট্রোল এবং নিন্দা-প্রশংসা সব মিলিয়ে আলোচিত বিষয় হতে হলেও, সে সব দিকে কান দিতে নারাজ এই ফ্যাশন কুইন।
কারণ তার মতে তিনি যতই সমালোচিত হন না কেন, তার কোন ভিডিও বা ছবি প্রথম মাত্রই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। অর্থাৎ তিনি এটাই বোঝাতে চান লোকে তাকে যতই অপছন্দ করুক তবুও তার ভিডিও সবাই দেখেন।
অনেক প্রতিবেদন স্বরূপ জানা গেছে যে উরফি জাভেদ তার সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ছোটবেলা থেকেই তার বাবা তাদের তাড়িয়ে দেওয়ায় সে তার মাকে নিয়ে রাস্তায় বেরিয়ে যায় সাথে ছিল তার তিন বোন। তাই বর্তমানে উরফির পরিবার বলতে তার মা এবং তিন বোন।
তার তিন বোনের নাম হল আসফি, ডলি ও উরুসা জাভেদ। এরা প্রত্যেকেই সমান ভাবে সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় থাকেন। উরফি জাভেদের মায়ের নাম জাকিয়া সুলতান। জানিয়ে রাখি শুধু উরফি নয়, সাথে তার তিন বোনও দিদির মতোই ভীষণ সুন্দরী এবং প্রত্যেকেরই ফ্যাশন স্টাইলে বিখ্যাত।
দিদির মতই তার তিন বোন অত্যন্ত সুন্দরী বলিউড অভিনেত্রীরাও তাদের কাছে পাত্তা পাবে না, এমনই মন্তব্য করেন নেটিজেনরা। এবার চলুন এই প্রতিবেদনে উরফির তিনজন বোনের সুন্দর সুন্দর ছবি দেখে নেওয়া যাক এবং তাদের সম্পর্কে জেনে নেওয়া যাক।
১) আসফি জাভেদ (ASFI JAVED)
উরফির বোন আফসি’কে সোশ্যাল মিডিয়ার বেশ সক্রিয় থাকতে দেখা যায়। সম্ভবত তিনি স্ন্যাপচ্যাটে বেশি সক্রিয় থাকেন। তিনি নিজেকে একজন ব্লগার বলে পরিচয় দেন। দিদির বেশ কয়েকটি ভিডিওতে এই বোনকেও দেখা গেছে। বর্তমানে তাকে সোশ্যাল মিডিয়ায় ১৬১ হাজারেরও বেশি মানুষ অনুসরণ করেন। নেটিজেনদের মতে উরফির থেকেও বেশি সুন্দরী আসফি।
২) ডলি জাভেদ (Dolly Javed)-
উরফির এই বোনের ইনস্টাগ্রাম ফলোয়ার্স ১০৭ হাজার জনেরও বেশি। ডলিও একজন সুপরিচিত ব্লগার। উরফি’র এই বোনেরও স্ন্যাপচ্যাটে অ্যাকাউন্ট রয়েছে। দলের অত্যন্ত সৌন্দর্যে পাগল কেউ নয় এমন হতে পারে না।
৩) উরুসা জাভেদ (Urusa Javed)-
দিদির মতই ফ্যাশন সেন্সের দিক থেকে সকলকে টেক্কা দিতে পারে উরুসা। সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় থাকেন তিনি এবং বর্তমানে তিনি একজন সুপরিচিত ব্লগার। উরফি’র এই বোনকেও তার মতো পোশাকে দেখা যায়।