Skip to content

চিনতে পারছেন এই ছোট্ট ছেলেটিকে? যিনি বর্তমানে বলিউড ইন্ডাস্ট্রিকে অ্যাকশন ছবি দিয়ে কাপিয়ে রেখেছেন! 

    img 20230315 203351

    প্রিয় তারকাদের ছোটবেলা (Celebrities Childhood Picture) কেমন ছিল তা নিয়ে দর্শকরা জানতে বেশ আগ্রহী। সেলিব্রেটিদের ছোটবেলার ছবি/ভিডিও ভাইরাল হওয়া বর্তমান সোশ্যাল মিডিয়ায় (Scial Media) একটা নতুন ট্রেন্ড। ছবি বা ভিডিওতে থাকা বাচ্চাটি কোন তারকার ছোটবেলা তা জানতে আগ্রহী হয়ে পড়েন দর্শকরা।

    Childhood photo of Jhon Abraham

    আবারও তেমন একটি ছবি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। সম্প্রতি নেটিজেনরা নেটদুনিয়ায় শেয়ার হওয়া বাচ্চাটির ছবি দেখে অবাক হয়েছেন। ছবিতে থাকা বাচ্চাটি কোন অভিনেতা/অভিনেত্রী তা জানার জন্য সকলে উত্তেজিত হয়ে উঠেছেন। আসুন ভাইরাল হওয়া ছবিটির বাচ্ছাটি আসলে কে তা জেনে নেওয়া যাক।

    Jhon Abraham

    ভাইরাল হওয়া সাদাকালো (Celebrities Black and white childhood picture) ছবিতে দেখা যাচ্ছে বাচ্চাটির কপালে রয়েছে একটি কালো টিপ। আসল প্রশ্ন হল কে এই বাচ্চাটি? এই ছবিটি কোন সেলিব্রেটির ছোটবেলার ছবি? এবার আসল খবরটি জেনে নিন।

    Jhon Abraham

    আপনাদের জানিয়ে রাখি ভাইরাল হওয়া ছবির বাচ্চাটি বর্তমানে গোটা বলিউড (Bollywood) দাপিয়ে বেড়াচ্ছে। ইতিমধ্যেই বলিউডের এই অ্যাকশন রাফ-টাফ হিরোর মুক্তিপ্রাপ্ত ছবি বিশ্বব্যাপী ১০০০ কোটির টাকারও বেশি ব্যবসা করেছে। শুধু তাই নয়, বলিউডের কিং খান শাহরুখ খানের (King Khan Sharukh Khan) সাথে থেকে শুরু করে দীপিকা পাড়ুকোনের (Deepika Padukon) মতো বিশ্ব বিখ্যাত অভিনেত্রীর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি।

    Jhon Abraham

     

    আশা করি এবার সকলেই বুঝতে পেরেছেন এই বাচ্চা ছেলেটিকে। তিনি হলেন বলিউডের দীর্ঘদিনের অন্যতম সুপারস্টার জন আব্রাহাম (Jhon Abraham)। এখনো পর্যন্ত প্রতিটি ঘরানার ছবিতে কাজ করেছেন। তার সুদর্শন বডিবিল্ডার লুক এবং অ্যাকশনে পাগল হয়ে গেছেন সকলে।

    ‘ধুম’ (Dhoom) চলচ্চিত্রে তার অ্যাকশন দর্শকরা আজও মনে রেখেছেন। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘পাঠান’ চলচ্চিত্রের খলনায়কের ভূমিকায় তার অভিনয় দর্শকদের মনে ছেয়ে গিয়েছিল। ‘জিসম’ (Jisam) চলচ্চিত্রের পর অভিনেত্রী বিপাশা বসুর (Bipasha Basu) সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন উঠলেও,পরবর্তীতে তাঁদের সম্পর্ক টেকেনি। পরে প্রিয়া রঞ্চালকে (Priya Ranchal) জন (Jhon Abraham) আব্রাহাম বিবাহ করেন।