Skip to content

বিলাসবহুল বাংলো থেকে শুরু করে বিভিন্ন লাক্সারি কার, কপিল শর্মার মোট সম্পত্তির পরিমাণ শুনলে চোখ কপালে উঠবে!

    img 20230207 155114

    অমৃতসরের পাঞ্জাবী পরিবারের এই সাধারণ ছেলেটি আজ সারা বিশ্বের মানুষের মুখে হাসি ফোটাচ্ছে। আজ মুম্বাই শহরে সে সবচেয়ে জনপ্রিয় কমেডিয়ান। শুধু গোটা ভারতে নয় তথা সারা বিশ্বের কাছে তিনি তার কমেডি করার জন্য বিখ্যাত। তার নাম হল কপিল শর্মা (Kapil Sharma), যিনি হাজারও স্বপ্ন নিয়ে মুম্বাইতে এসেছিলেন এবং বর্তমানে তিনি একজন সফল কমেডিয়ান।

    Kapil Sharma

    প্রসঙ্গত, তিনি যতদিন আরও বেশি জনপ্রিয়তার শিখরে পৌঁছাচ্ছেন, তেমনই তার অগাধ সম্পত্তির পরিমাণ বেড়ে চলেছে। বর্তমানে ভারতের অন্যতম ধনী কমেডিয়ান তিনি, যার কাছে বিলাসবহুল বাড়ি থেকে শুরু করে গাড়ি সবই আছে। তার ক্যারিয়ার জীবন শুরু হয়েছিল ২০০৭ সালে ‘দ্যা গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ ৩’ (The Great Indian Laughter Challenge 3) দিয়ে এবং সেখান থেকেই তার জনপ্রিয়তা বাড়তে শুরু করে।

    Kapil Sharma

    বর্তমানে তার নিজের নামেই একটি কমেডি শো রয়েছে, ‘দ্য কপিল শর্মা শো’ (The Kapil Sharma Show)। তবে আপনি কি জানেন এই সেলিব্রেটির মাসিক আয় কত? আজ এই প্রতিবেদন থেকে তা জেনে নিন।

    অমৃতসরের এই ছেলেটি আজ সবার চোখের মণি, যে কয়েক কোটি কোটি টাকার মালিক। কপিল শর্মার বাড়ি মুম্বাইয়ে অবস্থিত। যা অত্যন্ত বিলাসবহুল একটি বাড়ি। কপিল শর্মা প্রতি মাসে ৩৫ কোটি টাকার উর্ধ্বে আয় করে।

    Kapil Sharma photo

    প্রতি মাসে গড়ে প্রায় ৩ কোটি টাকা তিনি আয় করেন। প্রকৃত অর্থে তিনি এখন ২৭০ কোটি টাকার মালিক। তার পাঞ্জাবে একটি প্রাসাদসম ফার্ম হাউস (Fram House In Punjab) রয়েছে। এছাড়াও তার মুম্বাইয়ের অন্ধেরি পশ্চিমে রয়েছে তাঁর বিলাসবহুল বাড়ি। এছাড়াও তার কাছে অনেক দামি গাড়ির কালেকশন আছে।

    Kapil Sharma with his car

    সবুজে ঘেরা এই ফার্ম হাউসে মাঝে মধ্যেই নিজের পরিবার নিয়ে তিনি ছুটি কাটাতে চলে যান। একটি প্রতিবেদন অনুসারে জানা গেছে, পাঞ্জাবের বাংলোটি কপিল শর্মা প্রায় ২৫ কোটি টাকা দিয়ে নির্মাণ করেছেন। এই বাড়িতে সমস্ত রকমের বিলাসবহুল সুযোগ-সুবিধা রয়েছে। কপিল শর্মা তার স্ত্রী গিনী ও কন্যা সন্তানকে নিয়ে সুখে আছেন।