আপনি কি পর্যটনপ্রেমী মানুষ? একটু সময় পেলেই ঘুরতে যেতে মন চায়? তবে এতগুলো জায়গায় মধ্যে বুঝে উঠতে পারছেন না, কোথায় যাবেন ? কমবেশি সকলেরই ঘুরতে যাওয়ার সখ আছে। তবে পরিস্থিতির চাপে পড়ে তা অনেক সময়েই সমস্যা হয়ে দাঁড়ায়। যাদের আর্থিক অবস্থা মোটামুটি তাদের সাংসারিক দায়িত্ব পালন করার পরও ভীষণভাবে আর্থিক সমস্যা দেখা দেয়, যার ফলে তার কোথাও ঘুরতে যেতে পারেন না। তবে বর্তমানে কিভাবে এই সুযোগ পেতে পারেন তা আপনাদের সাথে শেয়ার করি।
তুলনামূলকভাবে কম খরচে আপনি বেশ কয়েকটি জায়গা মনের মতন ঘুরে আসতে পারবেন। যদি কয়েকটা দিন সময় বের করে ছুটি কাটানোর মতন ঘোরার ইচ্ছা হয়ে থাকে তাহলে হিমালয়ের কোলে কিংবা বিভিন্ন আশ্রম গুলিতে অনায়াসেই ঘুরে আসতে পারেন। প্রত্যেকটি জায়গায় এত সুন্দর যে আপনার একবার গেলে আর ফিরতে মন চাইবে না।
এমন কিছু জায়গার নাম হলো –
- গীতা ভবন, ঋষিকেশ (Gita Bhawan, Rishikes)
- ভারত হেরিটেজ সার্ভিস (Bharat Heritage Services)
- পরমার্থ নিকেতন (Parmarth Niketan)
- শিবপ্রিয়া যোগ আশ্রম, উত্তরাখণ্ড(Shiva Priya Yoga Ashram)
- মণিকরণ সাহেব, হিমাচলপ্রদেশ (Manikaran Sahib)
- শ্রী যোগাশ্রম, লক্ষ্মণঝুলা(Sri Yoga Ashram)
১) গীতা ভবন, ঋষিকেশ (Gita Bhawan, Rishikesh)
ঋষিকেশের কথা মনে এলেই সবার প্রথমে মাথায় আসে এক প্রাকৃতিক সৌন্দর্যে ভরা হিমালয়ের কোলে অবস্থিত পবিত্র একটি তীর্থস্থান। আর সেই পবিত্র তীর্থস্থানে অবস্থিত গীতা ভবন। পবিত্র গঙ্গার তীরে এই ভবন সমস্ত আধ্যাত্মিক সাধুদের পছন্দের তালিকার একেবারে শীর্ষে থাকে। বিশ্বের বিভিন্ন মানুষের সুন্দর পর্যটনে আসেন। মোট ১০০০ টি ঘর রয়েছে এই স্থানে। এখানে সম্পূর্ণ বিনামূল্যে থাকার ব্যবস্থা রয়েছে।
২) ভারত হেরিটেজ সার্ভিস (Bharat Heritage Services)
শুধু গীতা ভবনই নয়, আরেকটি অন্যতম আশ্রম হল ভারত হেরিটেজ সার্ভিস। বিভিন্ন রকম সুবিধে পাওয়া যায় এই আশ্রমে এবং এখানে থাকা, খাওয়া সম্পূর্ণ ফ্রি তে পাওয়া যায়। সবার মনকে সতেজ রাখতে আলাদা করে এখানে যোগাসন, মেডিটেশন কোর্স, ডিটক্স প্রোগ্রাম এবং আরও অনেক কিছুতেই অংশগ্রহণ করা যায়।
৩) পরমার্থ নিকেতন (Parmarth Niketan)
ঋষিকেশের আরো অন্যতম একটি আশ্রমের নাম হল পরমার্থ নিকেতন (Parmarth Niketan)। অন্যান্য গুলির মতো এই আশ্রম প্রাঙ্গণেও স্বেচ্ছাসেবকদের খাওয়ার ব্যবস্থা রয়েছে। প্রতি বছর আন্তর্জাতিক যোগ উৎসবের আয়োজন করা হয় এই আশ্রমে। সে সময় এখানকার দৃশ্য ও উৎসব অত্যন্ত সুন্দর দেখার মতো হয়।
৪) শিবপ্রিয়া যোগ আশ্রম, উত্তরাখণ্ড(Shiva Priya Yoga Ashra)
এমন একটি যোগ আশ্রম যেখানে আশ্রমে দৈনন্দিন কার্যকলাপ হিসেবে যেমন রয়েছে, ছবি আঁকা, ওয়েব ডিজাইনিং, বাগান করা, রান্না করা এবং আরও অনেক কিছুতে অংশগ্রহণ করার ব্যবস্থা থাকে। এখানেও বিনামূল্যে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে।
৫) মণিকরণ সাহেব, হিমাচলপ্রদেশ (Manikaran Sahib)
হিমাচল প্রদেশের কোন জেলায় এই গুরুদ্বার অবস্থিত। এখানের প্রতিটা দর্শনার্থী কোন খরচ ছাড়াই থাকার সুযোগ পায়। এমনকি এখানে বিনামূল্যে গাড়ি পার্ক করাও সম্ভব। এই গুরুদ্বারে পার্বত্য নদী তীরে অনেক মানুষ একসঙ্গে বসবাস করতে পারেন।
৬) শ্রী যোগাশ্রম, লক্ষ্মণঝুলা(Sri Yoga Ashram)
এই যোগাশ্রম অবস্থিত লক্ষণঝুলায়। এটি একটি যোগার অন্যতম আশ্রম। প্রকৃতির কোলে ধ্যান করার এটা সর্বকৃষ্ট জায়গা। এখানে গেলে আপনি প্রতি মুহূর্তে নিজের ভেতরে একটি আধ্যাত্মিক পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। এই আশ্রম মূলত বৃদ্ধ-বৃদ্ধাদের থাকার স্থান। খুব সস্তায় এখানে থাকা সম্ভব।