বর্তমানে Smart Phone ছাড়া পৃথিবী প্রায় অচল হয়ে পড়ে। তাই এখন একটি করে স্মার্ট ফোন সবার ঘরেই রয়েছে। তাই আমাদের দেশে বিভিন্ন কোম্পানির স্মার্ট ফোন তৈরি হয় এবং তা বাজারে বিক্রি হয়। কোম্পানিরগুলোর স্মার্ট ফোন গুলির মধ্যেই বেশ কয়েকটি স্মার্টফোন প্রত্যেকের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে।
Apple বা iPhone কোম্পানি মানুষের পছন্দের তালিকায় প্রথম স্থান অধিকার করেছে। প্রতিবছর এই কোম্পানির নতুন মডেলের যাবতীয় তথ্য ও মডেলটি কেনার জন্য চূড়ান্ত উত্তেজনা দেখা যায়। এই ফোনের পরবর্তী একটি ভার্সান Iphone 14 আগামী মাসের সেপ্টেম্বরে লঞ্চ হতে চলেছে। খবর সূত্রে জানা গেছে, এবার এই কোম্পানির প্রতি একটি বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গোটা ভারতবাসী এই খবর শুনে অবাক হয়েছে। বিশেষ খবরটি হল iPhone এর এই নতুন সিরিজ এবার তৈরি হবে ভারতেই। এতদিন এই ফোনগুলো শুধুমাত্র চিনেই তৈরি হতো। কিন্তু এবার থেকে ‘মেক ইন ইন্ডিয়া’ এবং ‘আত্মনির্ভর’ ভারতের লক্ষ্যে নয়া মুকুট যুক্ত হলো ভারতে তৈরি হওয়ার জন্য।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশিষ্ট ক্ষমতায় আসার পর, ভারতকে আত্মনির্ভর করে তুলবে, এই সম্বন্ধে আওয়াজ তুলেছিলেন। তবে তারই প্রসঙ্গে বিরোধীদলের নেতা রাহুল গান্ধী বলেছিলেন ভারতকে ‘মেক ইন ইন্ডিয়া’ করা কখনোই সম্ভব নয়। তবে Apple বা iPhone কোম্পানির পক্ষ থেকে এই মেক ইন ইন্ডিয়া উদ্যোগটি প্রথম শুরু হতে চলেছে।
আপনারা কি জানেন Iphone উৎপাদন করে তাইওয়ান এর Foxconn নামে একটি সংস্থা। এতদিন পর্যন্ত এই সংস্থাটি শুধু চিনেই রেখেছিল iphone-এর উৎপাদন ইউনিট খুলে রেখেছিল, তবে এবার চীনের সাথে সাথে ভারতেও তৈরি হবে iphone। এমন বড়সড় সিদ্ধান্তের প্রধান কারণ হল তাইওয়ান প্রসঙ্গে চিন-আমেরিকার সম্পর্কে বিরাট অবনতি। তবে এর ফলে সারাদেশে যাতে এই কোম্পানির কোনো ঘাটতি না হয়, সেই জন্য কোম্পানি ভারতে নিজেদের উৎপাদন ইউনিট খোলার সিদ্ধান্ত নিয়েছে।
এছাড়াও কিছুদিন পূর্বে তাইওয়ান সফর ঘিরে মার্কিন হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসির আমেরিকা ও চিনের মধ্যে শুরু হয়েছে ঠাণ্ডা লড়াই (Cold War)। আর এই কারণেই এত বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই এবার বিশ্বের বাজারে ভারতের অবস্থান আরো দৃঢ় হতে চলেছে।
পূর্বে ভারতে ফোন গুলি তৈরি করার কাজ শুরু হতো একটি নতুন Iphone লঞ্চ হওয়ার অনেক পরে। তবে এবার এ বছরের শুরুতেই Apple বা Iphone কোম্পানি ভারতে Iphone উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে বিশেষ করে দেখার বিষয় এটাই যে, চিন ও আমেরিকার লড়াইয়ে ভারত কতটা লাভবান হতে চলেছে।