Skip to content

টলিউড ইন্ডাস্ট্রির এই ৫ জন অভিনেত্রী যারা রূপ পাল্টাতে কেউ ঠোঁটে আবার কেউ নাকে করেছেন প্লাস্টিক সার্জারি! 

img 20230416 185142

গ্লামার জগতে (Glamor World) নিজেকে টিকিয়ে রাখতে গেলে অভিনয় প্রতিভা থাকার সাথে সাথে সৌন্দর্যতা ধরে রাখাটা বিশেষ জরুরি। তাই অভিনেতা অভিনেত্রীরা (Actor – Acctress) শরীরচর্চা (Exercise) থেকে শুরু করে নির্দিষ্ট ডায়েট চার্ট (Follow The Diet Chart) ফলো করেন এবং ত্বকের যত্নের (Skin Care) সাথে সাথে চুলেরও পরিচর্যা (Hair Care) করেন। এখানেই শেষ না! নিজের সৌন্দর্য থাকে আরও বৃদ্ধি করার জন্য বেশ কিছু অভিনেত্রী বিভিন্ন ধরনের প্লাস্টিক সার্জারি করিয়ে থাকেন (Actresses undergo plastic surgery to become more beautiful)।

Subhashree, Mimi

এই প্লাস্টিক সার্জারি ট্রেন্ড প্রথম শুরু হয়েছিল হলিউড ইন্ডাস্ট্রিতে। তবে বর্তমানে বলিউড এবং বলিউডের অভিনেতা অভিনেত্রীরা নিজেদের আরও সুন্দর দেখানোর জন্য প্লাস্টিক সার্জারি করান।  আজকের এই আর্টিকেলের তালিকায় এমনই পাঁচ জন বিখ্যাত টলিউড অভিনেত্রীর নাম রইল যারা প্লাস্টিক সার্জারি করিয়ে নিজের রূপ বদলে ফেলেছেন (5 Tollywood Acctress whom done plastic surgery and change their look)।

১) মিমি চক্রবর্তী (Mimi Chakraborty):

Mimi Chakraborty

টলিউডের (Tollywood Acctress) প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে মিমি চক্রবর্তীর (Mimi Chakraborty) নাম উল্লেখযোগ্য। টেলিভিশন ইন্ডাস্ট্রি (Television Industry) দিয়ে তার ক্যারিয়ারের পথ চলা শুরু হয়েছিল। তারপর একাধিক ভালো ভালো সিনেমায় (Mimi Chakraborty Bengali Cinema) কাজ করার সুযোগ পান তিনি। এভাবেই ধীরে ধীরে সারা বাংলা তথা বিভিন্ন দেশে তার জনপ্রিয়তা ছড়িয়ে পড়তে শুরু করে। অভিনেত্রী মিমি দেখতে বেশ সুন্দরী হওয়ায় তার ভক্তকুলের সংখ্যা কম নয়। তবে নিজেকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য নিজের ঠোঁট ও চোয়ালের সার্জারি করিয়ে রূপের বদল ঘটিয়েছেন এই অভিনেত্রী। তবে মিডিয়ার সামনে প্রকাশ্যে কোনওদিন একথা তিনি স্বীকার করেননি।

২) রাইমা সেন (Raima Sen):

Raima Sen

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি টপ অভিনেত্রীদের মধ্যে অন্যতম সুন্দরী প্রতিভাময়ী অভিনেত্রী হলেন প্রয়াত সুচিত্রা সেনের (Suchitra Sen) নাতনি রাইমা সেন (Raima Sen)। বাংলা সিনেমার পাশাপাশি অজস্র বলিউড সিনেমা করেছেন এই অভিনেত্রী। ক্যারিয়ারের শুরুতেই তার সৌন্দর্য সকলের চোখে পড়ে। তবুও নিজেকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য অভিনেত্রী লিপ ফিলার্স, দাঁতের আকারে বেশ কিছু পরিবর্তন করিয়েছেন। এছাড়াও লেজারের দ্বারা হেয়ার রিমুভ করিয়েছেন তিনি।

৩) নুসরত জাহান (Nusrat Jahan):

Nusrat Jahan

টলিউডের প্রথম সারির অভিনেত্রী হওয়ার সাথে সাথে রাজনীতির অন্যতম বড় নাম হলো নুসরাত জাহান (Nusrat Jahan)। কিছু বছর হলো তিনি মাতৃত্বও উপভোগ করছেন। একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন তিনি। অসংখ্য ব্লকবাস্টার সিনেমা তিনি দর্শকদের উপহার দিয়েছেন। এই অভিনেত্রীর সৌন্দর্যে পাগল ছিলে অনেকেই। তবে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে অভিনেত্রী এখন তার ঠোঁট সার্জারি করিয়ে মোটা করেছেন।

৪) সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Bandopadhyay):

Sayantika Bandopadhyay

সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় অভিনয়ের  (Sayantika Bandopadhyay) পাশাপাশি রাজনীতিতেও মুখ্য ভূমিকায় রয়েছেন। এই অভিনেত্রী নিজেকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য লিপ ফিলার্স করিয়ে পাতলা ঠোট মোটা করেছেন ও প্লাস্টিক সার্জারি করিয়ে নিজের কালো রঙকে ফর্সা করেছেন।

৫) শুভশ্রী গাঙ্গুলী চক্রবর্তী (Subhashree Ganguly Chakraborty):

Subhashree Ganguly Chakraborty

টলিউড ইন্ডাস্ট্রির সবচেয়ে সফল এবং অত্যন্ত সুন্দরী অভিনেত্রী হলেন শুভশ্রী গাঙ্গুলী চক্রবর্তী (Subhashree Ganguly Chakraborty)। নিজের ক্যারিয়ারের একদম প্রথম থেকেই তিনি দর্শকদের একটার পর একটা ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়ে চলেছেন। বাংলা ইন্ডাস্ট্রি অন্যতম বিখ্যাত পরিচালক রাজ চক্রবর্তী (Tollywood Director Raj Chakraborty) তার স্বামী। এই অভিনেত্রী ও প্রথম থেকেই বেশ সুন্দরী ছিলেন। তবে দর্শকদের সামনে নিজেকে আরো আকর্ষণীয় করে তুলতে মেলানিন থেরাপির মাধ্যমে নিজের গায়ের রঙ ফর্সা করেছেন এবং লিপ ফিলার্স করিয়ে ঠোঁট মোটা করিয়েছেন।