১ লা নভেম্বরে ৪৯ তম জন্মদিন উদযাপন করেছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)। ঐশ্বরিয়া রাই বচ্চনের মতো অপূর্ব সুন্দর একই রকম দেখতে কয়েকজন রয়েছে। চলুন দেখে নেওয়া যাক সেই অভিনেত্রীর চেহারার ছবি…
ঐশ্বরিয়া রাই বচ্চনের জন্মদিন (Aiswariya Rai Birthday)
বলিউড ইন্ডাস্ট্রির সর্বসেরা জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন (Aiswariya Rai Bachchan) মঙ্গলবার, ১ লা নভেম্বর তার ৪৯ তম জন্মদিন উদযাপন করছেন। ঐশ্বরিয়া রাই বচ্চনের অসংখ্য ভক্তরা তাকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন। ঐশ্বরিয়া রাই বচ্চন তার প্রতিভার দরুণ আজ এত বড় অবস্থান অর্জন করেছেন যেখানে বর্তমানে সাধারণ মানুষ তার সাজ-পোষাক থেকে শুরু করে চেহারাও নকল করতে চলেছেন। প্রকৃত অর্থে, ঐশ্বরিয়া রাই বচ্চনের মতো দেখতে হুবহু ৬ জন লুকলাইক রয়েছে যারা হুবহু তার মতো দেখতে এবং প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ের জন্য তারা আলোচনার বিষয় হয়ে উঠেছে। চলুন দেখে নেওয়া যাক এই অভিনেত্রীদের চেহারার বেশ কিছু ছবি।
১) আমনা ইমরান (Amna Imran)
পাকিস্তান থেকে আগত এই আমনা ইমরান একজন খুবই প্রভাবশালী ব্লগার। প্রতিদিন তিনি তার ভিডিও পোস্টের মাধ্যমে মানুষের মন জয় করে নিয়েছেন। প্রকৃত ব্যাপারটি হল, তাকে দেখতে হুবহু ঐশ্বরিয়া রাই বচ্চনের মতোই।
২) স্নেহা উল্লাল (Sneha Ullal)
এই অভিনেত্রীকে দেখা গিয়েছিল সালমান খানের ‘লাকি: নো টাইম ফর লাভ’ (Lucky: No Time For Love) ছবিতে কাজ করেছিলেন। ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিটিতে স্নেহা উল্লালের চেহারা পুরো ঐশ্বরিয়া রাই বচ্চনের মতো দেখাচ্ছিল। এই কারণে তুমুল আলোচনা বিষয় হয়ে উঠেছিলেন তিনি। এছাড়াও তিনি টলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন।
৩) মহালঘা জাবেরী (Mahalagha Jaberi)
ইরানি-আমেরিকান থেকে আগত মহালঘা জাবেরি (Mahalagha Jaberi)। তিনি অত্যন্ত প্রভাবশালী একজন মহিলা, যিনি হুবহু ঐশ্বরিয়া রাই বচ্চনের মতো দেখতে। এই কারণে তিনি বহুবার লাইমলাইটে এসেছেন।
৪) অমুজ অমৃতা ( Amuj Amrita)
এক সময় সোশ্যাল মিডিয়ায় লাইমলাইটে এসেছিলেন অমুজ অমৃতা। যখন তিনি ঐশ্বরিয়া রাই বচ্চনের একটি ছবির সংলাপগুলো ঠোঁটে সিঙ্ক করেন। তার চেহারাও হুবহু অমুজের মতো।
৫) মানসী নায়েক (Manashi Nayak)
এই মারাঠি অভিনেত্রীর চেহারা হুবহু ঐশ্বরিয়া রাই বচ্চনের মতো। মানসী নায়েক প্রায়ই ঐশ্বরিয়া রাই এই লুক কপি করেন এবং সোশ্যাল মিডিয়ায় অজস্র ছবি শেয়ার করেন।
৬) আশিতা রাঠোর (Ashita Rathour)
এই অভিনেত্রীর চেহারাও পুরো ঐশ্বরিয়া রাই – এর মতো। এই কারণে সোশ্যাল মিডিয়ায় তিনি সবচেয়ে আলোচ্য বিষয়।