নতুন বছর শুরু হওয়ার সাথে সাথে প্রত্যেকে যেমন অনেক পরিকল্পনা তেমন অনেক আশাও থাকে। এই আশাগুলির মধ্যে সিনেমা প্রেমীদের কাছে অন্যতম আশা হল প্রতিবছরের মতো নতুন বছরে বেশ কিছু ভালো সিনেমা যাতে মুক্তি পায় এবং তাদের মন ছুঁয়ে যায়।
২০২২ এ কেমন মুক্তি পেয়েছিল ‘লাল সিং চাড্ডা’ (Laal Shingh Chadda), ‘সম্রাট পৃথ্বীরাজ’ (Samrath Priyhivraj)এবং ‘রাধে শ্যাম’-র (Radhe Syam) মত ফ্লপ চলচ্চিত্র, তেমনই অপরদিকে মুক্তি পেয়েছিল বেশ কিছু দুর্দান্ত সিনেমা যেমন ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা’ (Bramastra Part 1: Shiva), ‘আরআরআর’ (RRR) এবং ‘কেজিএফ চ্যাপ্টার 2’ (KGF Chapter 2)। 2022 সালে বলিউডের বক্স অফিসের অবস্থা বেশ খারাপ ছিল। তবে পুরনো বছরে যা হয়ে গেছে তা ভুলে গিয়ে দেখা যাক নতুন বছরে কি হয়। এই বছর ২০২৩ সালে আসছে বেশ কিছু দুর্দান্ত বড় বাজেটের সিনেমা। দেখে নিন তালিকা –
১) বারিসু (Varisu)
এটি একটি প্যান ইন্ডিয়া সিনেমা। ভামসি পাইদিপল্লী দ্বারা পরিচালিত এই তামিল চলচ্চিত্রটিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে বিজয় এবং রশ্মিকা মান্দান্না, জয়সুধাকে। খবর সূত্রে জানা গেছে, তামিল ভাষার পাশাপাশি এই ছবিটি আরও একাধিক ভাষার মুক্তি পাবে।
২) পাঠান (Pathaan)
দীর্ঘ চার বছর অপেক্ষার পর আবারও বড় পর্দায় দেখা যাবে বলিউডের কিং খানকে (Shahrukh Khan)। এই চলচ্চিত্রে কিং খানের বিপরীতে দেখা যাবে বলিউড কুইন দীপিকা পাড়ুকোন (Deepika Padukon) এবং জন আব্রাহামকে (Jhon Abraham)। ইতিমধ্যেই এই চলচ্চিত্রের গানগুলি মন জিতে নিয়েছে দর্শকদের।
৩) কিসি কা ভাই কিসি কি জান (Kisi Ka Bhai Kisi Ki Jaan)-
দীর্ঘ প্রতীক্ষার অবসান এবার ঘটছে চলেছে, কারণ এই বছরে মুক্তি পেতে চলেছে সলমন খান অভিনীত এই চলচ্চিত্র। তবে এই চলচ্চিত্রের অন্যতম বিশেষ চরিত্রে দেখা যাবে অভিনেত্রী পূজা হেগড়ে, শাহনাজ গিল, ভেঙ্কটেশ, সিদ্ধার্থ নিগম এবং পলক তিওয়ারিকে।
৪) জেলর ( jailor)
প্যান ইন্ডিয়ার এই চলচ্চিত্রটি পরিচালনা করছেন নেলসন দিলীপ কুমার। এই ছবিতে মুখ্যময়িকায় দেখা যাবে কিংবদন্তি অভিনেতা রজনীকান্তকে এবং তার বিপরীতে থাকছেন শিব রাজকুমার ও রাম্যা কৃষ্ণানও। জানা গেছে এই সিনেমাটি ও তামিল ছাড়া আরও একাধিক ভাষাতেও মুক্তি পাবে।
৫) Ponniyin Selvan-2 (PS-2)
পরিচালক মণি রত্নমের সবচেয়ে স্বপ্নের সুন্দরতম চলচ্চিত্র হলো Ponniyin Selvan। ২০২২ সালে এই ছবির প্রথম অংশ দর্শকদের মন কেড়ে নিয়েছিল। সেই ছবিতে ছিলেন ঐশ্বরিয়া রাই, তৃষ্ণা এবং আরও অনেকে। তবে এবার দ্বিতীয় অংশে দেখা যাবে চিয়ান বিক্রম, কার্থি, জয়ম রবি এবং ঐশ্বরিয়া রাইকে। এই ছবিগুলি তামিল সিনেমার পাশাপাশি আর অন্যান্য ভাষাতেও দেখা যাবে।