Skip to content

ওয়েস্ট ইন্ডিজের এই ৭ জন ক্রিকেটার যাদের স্ত্রীর সৌন্দর্য ও গ্ল্যামারের কাছে পাত্তা পাবেনা কোনো বলিউড অভিনেত্রী!

    img 20230219 153743

    বিশ্বের জনপ্রিয় খেলার মধ্যে ক্রিকেট (Cricket) হল অন্যতম। বিনোদন জগতের মতোই এই ক্রিকেটারদেরও ব্যাক্তিগত জীবন সম্পর্কে সবাই জানতে আগ্রহী থাকে। অনেক খেলোয়াড়দের (West Indies Cricketers) স্ত্রীরাও তাদের অতুলনীয় সৌন্দর্যের কারণে খবরের শিরোনামে উঠে আসেন। তেমনই আজকের এই প্রতিবেদনে আমরা ওয়েস্ট ইন্ডিজের কিছু বিখ্যাত ক্রিকেটারদের স্ত্রীদের কথা বলব।

    ১) ডোয়াইন ব্রাভো (Dwayne Bravo)

    Dwayne Bravo

    অলরাউন্ডার (West Indies all-rounder) ডোয়াইন ব্রাভো (Dwayne Bravo) যিনি শুধু একজন খেলোয়ার নন পাশাপাশি তিনি একজন নৃত্যশিল্পী এবং গায়কও, তিনি তার ব্যাক্তিগত জীবন নিয়ে প্রায়ই খবরের শিরোনামে থাকেন।  যদি আমরা তার বান্ধবীর কথা বলি, তবে ডোয়াইন গত ৭ বছর ধরে বিখ্যাত মডেল এবং উদ্যোক্তা রেজিনা রামজিতের (Rejina Ramjit)সাথে সম্পর্কে রয়েছেন।

    ২) কাইরন পোলার্ড (Kieron Pollard)

    Kieron Pollard

    অলরাউন্ডার কাইরন পোলার্ডের (All-rounder Kieron Pollard) স্ত্রী জেন্না আলীও (Jenna Ali) তার সৌন্দর্যের কারণে সোশ্যাল মিডিয়ায় খুব ভালোভাবে আধিপত্য বিস্তার করে থাকেন।  বহু বছর ধরে একে অপরকে ডেট করার পর ২০১২ সালে তারা বিয়ে করেন।

    ৩) ড্যারেন স্যামি (Darren Sammy)

    Darren Sammy

    দুবার আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা (Two Time ICC T20 World Cup Winner Darren Sammy)  ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক (West Indies captain Darren Sammy) ড্যারেন স্যামির স্ত্রী ক্যাথি ডেনারের (Cathy Denner) সৌন্দর্যের কাছে সুপারস্টার অভিনেত্রীরাও পিছনে পড়ে যাবেন। এই দম্পতি ২০১০ সালে বিবাহ সম্পন্ন করেছিলেন।

    ৪) আন্দ্রে রাসেল (Andre Russell)

    Andre Russell

    সুন্দরী ও অত্যন্ত সাহসী একজন মডেল জেসিমা লরাকে (Jesimy Lwra) বিয়ে করেছেন ওয়েস্ট ইন্ডিজের এই দুর্দান্ত ব্যাটসম্যান আন্দ্রে রাসেল (Andre Russell)।  তার স্ত্রীকে প্রায়ই আইপিএল ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে দেখা যায়।  স্বামীকে উল্লাস করতে।

    ৫) ক্রিস গেইল (Chris Gayle)

    Chris Gayle

    বর্তমানে এই খেলোয়ার (Chris Gayle) আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তবুও তিনি বিশ্বের অন্যতম বিখ্যাত ক্রিকেটার। তিনি অত্যন্ত সুন্দরী স্ত্রী নাতাশা ব্যারিজের (Natasha Barridge) সাথে বিয়ে করেছেন এবং বর্তমানে তাদের দুটি সন্তান রয়েছে।

    ৬) শিমরন হেটমায়ার (Shimron Hetmyer)

    Shimron Hetmyer

    ওয়েস্ট ইন্ডিজের দুর্দান্ত ব্যাটসম্যান শিমরন হেটমায়ার (Shimron Hetmyer) বেশ কয়েক বছর ধরে নির্ভানি উমরাও’কে (Nirvani Umrao) ডেট করার পর ২০১৯ সালে তারা বিবাহ সম্পন্ন করেন।

    ৭)  নিকোলাস পুরান (Nicholas Puran)

    Nicholas Puran

    ওয়েস্ট ইন্ডিজের অন্যতম ব্যাটসম্যান নিকোলাস পুরান (Nicholas Puran) গত প্রায় ৬ বছর ধরে ক্যাথারিনা মিগুয়েল’কে (Catarina Miguel) ডেট করছেন। খুব শীঘ্রই বিবাহ হতে চলা এই দম্পতি প্রায়শই তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে খুব সুন্দর সুন্দর ছবি শেয়ার করেন।