Skip to content

ভারতের শীর্ষ ৫টি ব্যয়বহুল অট্টালিকা যার পেছনে খরচ হাজার হাজার কোটি টাকা। রইলো ভারতীয় ৫ ধনকুবেরের সেরা বাড়ির তালিকা

img 20221028 120159

ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম ধনকুবের তথা ১৪০ বিলিয়নিয়া’র সহ একটি দেশ  হিসাবে বিবেচিত। ভারতে অনেক ধনী ব্যবসায়ীরা খুব নিশ্চিত ভাবে জানেন কিভাবে সঠিক উপায়ে অর্থ উপার্জন করতে হয়। আপনি কি জানেন এই বিশাল ধনী ব্যবসায়ীদের মধ্যে সবচেয়ে দামি বাড়িতে কে থাকেন? আসলে এই তথ্যগুলি সামনে এলে জনমানুষ তা জানতে খুবই আগ্রহী হয়ে ওঠে। এখন চলুন ভারতের এই সেরা ৬ টি  ব্যায়বহুল অট্টালিকা (6 expensive buildings) সম্পর্কে জেনে নেওয়া যাক।

১) অ্যান্টিলিয়া (Antilia)

Antilia

আপনারা হয়তো জানেন রিলায়েন্স ইন্ডাস্ট্রির কর্ণধার মুকেশ আম্বানির (Mukesh Ambani) ‘অ্যান্টিলিয়া’ (Antilia) ভারতের সবচেয়ে ব্যয়বহুল বাড়িগুলির মধ্যে অন্যতম। মোট আয়তনে ১.১২০-একর ২৭ তলা বিশিষ্ট ৫৬৮ ফুট উচ্চতা সম্পন্ন এই বিলাসবহুল বাড়িটির আনুমানিক খরচ ৬০০০ থেকে ১২,০০০ কোটি টাকা। অতিরিক্ত মাত্রায় সুন্দর ডিজাইন দিয়ে খুবই আধুনিকতার সাথে বাড়িটি তৈরি করা হয়েছে। বিলাসবহুলী বাড়িটিতে প্রায় ৬০০ জন কর্মী কাজ করেন।

২) জেকে হাউস (JK House)

JK House

ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বিলাসবহুল ভবন হিসাবে রেমন্ড গ্রুপের চেয়ারম্যান ‘গৌতম সিংহানিয়া’র (Gautam Singhania) ‘জেকে হাউস’ (JK House) বিখ্যাত। এটি অ্যান্টিলিয়ার মতই একটি রাস্তার ধারে আনুমানিক ৬০০০ কোটি টাকা মূল্যে অবস্থিত। এই ৩০ তলা বিশিষ্ট রাজপ্রাসাদটিতে স্পা, থিয়েটার থেকে শুরু করে আরও অনেক বিলাসবহুল সুযোগ সুবিধা রয়েছে।

৩) নিবাস (Nibas)

Nibas

অনিল আম্বানি’র (Anil Ambani) বাসভবন  ১৬০০০ বর্গফুট বিস্তৃত এলাকা জুড়ে বিস্তৃত। ভবনটি ১৭ তলা এবং ৭০ মিটার উচ্চতা বিশিষ্ট এবং আনুমানিক দাম মোট ৫০০০ কোটি টাকা। এই বিলাসবহুল নিবাসটি ভারতের সবচেয়ে বিলাসবহুল বাড়িগুলির মধ্যে অন্তর্ভুক্ত। এই নিবাসে প্রচুর পরিমাণে অত্যাধুনিক সুযোগ-সুবিধা রয়েছে।

৪) মান্নাত (Mannat)

Mannat

ভারতীয়দের কাছে এই বাড়িটি আলাদা করে পরিচয় দিতে হয় না। বলিউডের কিং খানের এই ‘মান্নাত’ (Mannat) বাড়িটির আনুমানিক মূল্য ২০০ কোটি টাকা। এই প্রাসাদটি লাইব্রেরি, জিম, একটি ব্যক্তিগত অডিটোরিয়াম সহ আরও বিভিন্ন বিলাসবহুল সুবিধায় সমন্বিত।  সকালে বিশিষ্ট এই বিল্ডিংটি দেখতে এবং এই বিল্ডিং এর মধ্যে থাকা মানুষটিকে দেখতে দেশ-বিদেশ থেকে লক্ষাধিক মানুষ ছুটে আসেন।

৫) জাটিয়া হাউস (Jatia House)

Jatia House

আদিত্য বিড়লা (Aditya Birla) গ্ৰুপের চেয়ারম্যান ‘কে এম বিড়লা’ (KM Birla)-এর মুম্বাইতে অবস্থিত এই জাটিয়া হাউস (Jatia House) ৩০,০০০ বর্গফুট জুড়ে বিস্তৃত। প্রাসাদটির আনুমানিক মূল্য ৪২৫ কোটি টাকা।