Skip to content

Jio, Airtel, VI কে টেক্কা দিতে BSNL নিয়ে এল দুর্দান্ত প্ল্যান মিলবে প্রতিদিন 2 জিবি ডাটা সহ আনলিমিটেড কলিং এর সুবিধা

এয়ারটেল, ভোডাফোন-আইডিয়া এবং জিও ভারতীয় বাজারে একে অপরের সাথে কম্পিটিশন করে চলেছে, কিন্তু ভারতীয় সংস্থা বিএসএনএল (BSNL)-ও আর পিছিয়ে রইল না। বিএসএনএল প্রিপেড গ্রাহকদের জন্য দুর্দান্ত প্ল্যান লঞ্চ করেছে। এই প্ল্যান গুলিতে যে সুবিধাগুলো দিয়েছে, সেই বেনিফিটগুলি এয়ারটেল ভোডাফোন-আইডিয়া এবং জিও দিতে পারবে না। আজ আমরা এই সমস্ত প্ল্যানগুলি নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করব।

Airtel, Vodafone Idea, Jio-এর প্রিপেড প্ল্যানকে হার মানিয়েছে BSNL-এর এই রিচার্জ প্ল্যান

জিও, এয়ারটেল, ভোডাফোন-আইডিয়া প্রভৃতি টেলিকম সংস্থাগুলি বিভিন্ন প্রিপেড প্ল্যান অফার দিয়ে থাকেন। কিন্তু এই সংস্থাগুলি ৫৬ দিন এবং ৮৪ দিনের মধ্যবর্তী কোনো প্ল্যান অফার করে থাকে না, যদি কোনো গ্রাহক ৫৬ দিন ও ৮৪ দিনের মধ্যবর্তী কোন প্রিপেড প্ল্যান রিচার্জ করব বলে মনে করেন তাহলে এই সুবিধা এয়ারটেল, আইডিয়া-ভোডাফোন এবং জিও প্রভৃতি সংস্থাগুলি দিতে পারবে না। তবে বিএসএনএল এই সংস্থাগুলি থেকে কম মূল্যে এবং বেশি বৈধতা সমৃদ্ধ একটি প্ল্যান নিয়ে এসেছে। এই প্ল্যানটির মূল্য ৩৯৫ টাকা এবং বৈধতা ৭১দিন।

Bsnl

BSNL-এর ৩৯৫ টাকার প্ল্যান

বিএসএনএল ৩৯৫ টাকা রিচার্জ প্ল্যানটির বিনিময়ে দৈনিক ২ জিবি ডাটা এবং ৩০০০ মিনিটের ফ্রি STD ভয়েস কলিং-এর সুবিধা দিয়ে থাকে। এই প্ল্যানটির মেয়াদ ৭১ দিন। এই প্ল্যানটিতে মোট ১৪২ জিবি হাই স্পিড ডাটা অফার করে থাকে এবং নির্ধারিত ডাটা লিমিট শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পিড কমে ৮০ Kbps হয়ে যাবে। পাশাপাশি গ্রাহকরা দৈনিক এমএমএসের সুবিধা পাবেন।

৫৬ দিনের বৈধতা যুক্ত Jio, Airtel, Vodafone Idea প্রিপেইড রিচার্জ প্ল্যান

৪৪৮ টাকার জিও রিচার্জ প্ল্যান

জিও এই প্লানটির বিনিময়ে দৈনিক ২ জিবি ডাটা এবং আনলিমিটেড ভয়েস কলিং-এর সুবিধা দেন। পাশাপাশি দৈনিক ১০০ টি ফ্রি এসএমএস। এই প্রিপেড প্ল্যান টির বৈধতা ৫৬ দিন। নির্ধারিত ডাটা লিমিট শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পিড কমে ৬৪ Kbps হয়ে যাবে। তাছাড়া জিও তাদের বিনামূল্যে JioTV, Jio News, Jio Cenema, Jio Cloud, Jio Security প্রভৃতি অ্যাপের সুবিধা দিয়ে থাকেন।

Jio airtel vi

৪৪৯ টাকার ভোডাফোন-আইডিয়া রিচার্জ প্ল্যান

ভোডাফোন-আইডিয়া এই প্ল্যানটির বিনিময়ে দিচ্ছেন ৫৬ দিনের বৈধতাসহ দৈনিক ২ জিবি ডাটা এবং আনলিমিটেড ভয়েস কলিং-এর সুবিধা। পাশাপাশি রয়েছে দৈনিক ১০০ টি ফ্রি এসএমএস-এর সুবিধা। বর্তমানে এই প্লানের অধীনে ডবল ডেটার বেনিফিটও দেওয়া হচ্ছে। ফলে দৈনিক ৪ জিবি ডাটা ব্যবহারের সুবিধা দিচ্ছে। এছাড়া Vi Movies & TV, TV Classic এবং ‌ZEE5 Primium অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন দিচ্ছে বিনামূল্যে।

৪৪৯ টাকার Airtel রিচার্জ প্ল্যান

ভোডাফোন-আইডিয়া ৪৪৯ টাকার প্ল্যানটির ন্যায় এয়ারটেলেরেও এই প্ল্যানটির বৈধতা ৫৬ দিন। দৈনিক ২ জিবি হাই স্পিড ডাটা সহ দৈনিক ১০০ টি এসএমএস-এর সুবিধা। পাশাপাশি রয়েছে আনলিমিটেড ভয়েস কলিং-এর সুবিধা। এছাড়া বিনামূল্যে রয়েছে Airtel Xstream Premium, Wynk Music Free, Upskill with Shaw Academy, Amazon Prime Mobile Edition এবং Apollo 24/7 Circle-এর সুবিধা।