দেশের বৃহৎ রাষ্ট্রায়ত্ত টেলিকম কোম্পানি ভারত সঞ্চার নিগম লিমিটেড অর্থাৎ BSNL , জিও(jio), এয়ারটেল (Airtel) এবং ভোডাফোন-আইডিয়া(Vi) কে সরাসরি টক্কর দেয়ার জন্য একটি প্রিপেইড প্ল্যান লঞ্চ করেছে। এর দাম 400 টাকার কম। এতে গ্রাহকরা 300 দিনের বৈধতা, SMS এবং প্রতিদিন 2 GB ডেটা পাবেন। সাথে থাকছে আনলিমিটেড ভয়েস কলিং এর সুবিধা।
BSNL-এর এই প্ল্যানের দাম মাত্র 397 টাকা। এতে প্রতিদিন 2 GB ডেটা দেওয়া হবে। ব্যবহারকারীরা যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কল করতে পারবেন। এছাড়াও প্ল্যানে 100টি SMS এবং PRBT সুবিধা দেওয়া হবে। এতে, ব্যবহারকারীরা 300 দিনের একটি সময়সীমা পাবেন, যদিও প্রিপেইড প্ল্যানে উপলব্ধ পরিষেবাগুলি শুধুমাত্র 60 দিনের জন্য ব্যবহার করা যাবে।
400 টাকার নিচে অন্যান্য টেলিকম কোম্পানি গ্রাহকদের কি কি সুবিধা দিচ্ছে!
•Airtel এর 359 টাকার প্রিপেড প্ল্যান।
এই প্ল্যানের সময়সীমা 28 দিন। এতে প্রতিদিন 2 GB ডেটা এবং 100টি SMS দেওয়া হয়। এর সাথে এতে পাওয়া যায় আনলিমিটেড কলিং সুবিধা। এছাড়াও প্ল্যানের সাথে অ্যামাজন প্রাইম ভিডিও(Amazon Prime video), এয়ারটেল এক্সট্রিম(Airtel Xtreme) এবং উইঙ্ক মিউজিকের(wynk music) সাবস্ক্রিপশন বিনামূল্যে দেওয়া হয়।
• Jio-এর 419 টাকার প্রিপেড প্ল্যান।
এই প্রিপেড প্ল্যানটি 28 দিনের বৈধতার সাথে আসে। এতে প্রতিদিন 3 GB ডেটা এবং 100টি SMS পাওয়া যায়। এর সাথেই এতে দেওয়া হবে আনলিমিটেড কলিংয়ের সুবিধা। এছাড়াও, প্ল্যানের সাথে বিনামূল্যে জিও টিভি, মুভি, সিকিউরিটি এবং ক্লাউড অ্যাক্সেস দেওয়া হয়।
BSNL গত মাসে 949 টাকার একটি ব্রডব্যান্ড প্ল্যান লঞ্চ করেছে। এই ব্রডব্যান্ড প্ল্যানটি OTT অ্যাপ সাবস্ক্রিপশন সহ আসে। এতে ব্যবহারকারীরা 150 mbps গতিতে 2000 জিবি ডেটা পাবেন। এছাড়াও, ব্রডব্যান্ড প্ল্যানে BSNL সিনেমা প্লাস, Zee5 প্রিমিয়াম, Voot Select, Sony Liv প্রিমিয়াম এবং Yupp TV সাবস্ক্রিপশন বিনামূল্যে পাওয়া যাবে।