Skip to content

৪৪৭ টাকায় ১০০ জিবি ডাটা, জিও কে টেক্কা দিতে লোভনীয় অফার নিয়ে হাজির BSNL

    দেশের বিভিন্ন টেলিকম সংস্থাগুলি নিজেদের মধ্যে প্রতিনিয়ত প্রতিযোগিতা করে চলেছে। বাজারে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এই প্রতিযোগিতা। টেলিকম সংস্থাগুলি একের পরে এক নতুন নতুন অফার নিয়ে আসছে গ্রাহকদের জন্য। সম্প্রতি BSNL তার গ্রাহকদের জন্য একটি 447 টাকার নতুন রিচার্জ প্ল্যান এনেছে। এই প্লান রিচার্জ করলে গ্রাহক 100 GB ডেটা ব্যবহার করতে পারবেন। এই ডেটা ব্যবহারের কোনো ডেইলি লিমিট থাকছে না। আপনি আপনার নিজের পছন্দমত ভাবে ডেটা ব্যবহার করতে পারেন।

    চাইলে আপনি একদিনে শেষ করে দিতে পারেন অথবা বৈধ সময়ের মধ্যে প্রয়োজনমতো ভাবে শেষ করতে পারেন। এই রিচার্জ প্ল্যান এর বৈধতা থাকছে 60 দিনের জন্য। এ ছাড়াও এর সাথে আনলিমিটেড ভয়েস কলিং এর সুবিধা এবং প্রতিদিন 100 টা করে এসএমএস। তার সাথে EROS Now এন্টারটেনমেন্ট ফ্রী সাবস্ক্রিপশন।

    447 টাকায় Jio, Airtel এবং Vi (Vodafone idea) এর ও প্ল্যান রয়েছে। তবে এই টেলিকম সংস্থা গুলি 100 GB ডেটা এর বদলে 50 GB ডেটা দেয়।

    BSNL

    BSNL

    Reliance jio

    রিলায়েন্স জিও এই টাকায় 50 GB ডেটা +আনলিমিটেড ভয়েস কল এর সুবিধা+ প্রতিদিন 100 টা করে এসএমএস এবং jio apps ব্যবহার করার সুযোগ। বৈধতা 60 দিনের জন্য।

    VI

    Vi এই টাকায় 50 GB ডেটা +আনলিমিটেড ভয়েস কল এর সুবিধা+ প্রতিদিন 100 টা করে এসএমএস এবং Vi movies & Tv এর ফ্রী সাবস্ক্রিপশন। বৈধতা 60 দিনের জন্য।

    Airtel

    Airtel এর এই রিচার্জ প্ল্যান এর দাম 456 টাকা। এই প্ল্যান রিচার্জ করলে 50 GB ডেটা+ আনলিমিটেড ভয়েস কলিং+ প্রতিদিন 100 টা করে এসএমএস। এছাড়াও Amazon prime video mobile Edition, Wynk music, ও Airtel xstream এর ফ্রি সাবস্ক্রিপশন। বৈধতা থাকছে পুরোপুরি 60 দিনের জন্য।

    অর্থাৎ দেখা যাচ্ছে তিনটি টেলিকম সংস্থা প্রায় একই টাকায় একই অফার দিচ্ছে তবে BSNL গ্রাহকদের দ্বিগুণ ডেটা ব্যবহার করার সুযোগ দিচ্ছে।অন্যদিকে মুকেশ আম্বানির রিলায়েন্স জিও গ্রাহকদের 28 দিনের বদলে 30 দিনের বৈধতার সাথে জিও ফ্রিডম প্ল্যান নিয়ে এসেছে। 15 দিন থেকে শুরু করে 365 দিন বিভিন্ন বৈধতার এই ফ্রিডম প্ল্যান গুলি রয়েছে।