দীর্ঘ চার বছর অপেক্ষার পর বড় পর্দায় শাহরুখ খান (Sharukh Khan), দীপিকা পাড়ুকোন (Deepika Padukon) ও জন আব্রাহামের (Jhon Abraham) ‘পাঠান’ (Paathan)। এই বছর ২৫শে জানুয়ারি সিনেমাহলে মুক্তি পেয়েছে এই ছবিটি এবং মুক্তি পাওয়া মাত্রই ইতিমধ্যে চারিদিকে সাড়া ফেলে দিয়েছে। সকলের কাছে বহুপ্রতীক্ষিত এই ছবি পাঠান।
ইতিমধ্যেই বক্সঅফিসে ঝড় তুলে মাত্র ৭ দিনেই এই সিনেমা ৩০০ কোটি টাকার ব্যবসা করেছে। অপরদিকে বিশ্বব্যাপী এই সিনেমা মোট ৬০০ কোটি টাকার অধিক সংগ্রহ করেছে খুব কম সময়ে। প্রথম দিনে এই চলচ্চিত্রের উপার্জন ছিল ৫৭ কোটি টাকা, দ্বিতীয় দিনে ৭০.৫ কোটি টাকা, তৃতীয় দিনে ৩৯.২৫ কোটি টাকা। তৃতীয় দিনে উপার্জনের মাত্রা কিছুটা ঘাটতি পেলেও চতুর্থ দিনে সিনেমাহলে জনমানুষের উত্তেজনা ধরে রাখা যায়নি। সেদিন উপার্জন হয়েছিল ৫৩.২৫ কোটি টাকা, পঞ্চম দিনে ৬০.৭৫ কোটি টাকা এবং ষষ্ঠ দিনে করেছে ২৩ কোটি টাকা।
এককথায় বলা যায়, পাঠানের মতো চলচ্চিত্র মুক্তি পাওয়ায় বলিউড বেশ স্বস্তিতে আছে। তবে আপনারা কি জানেন এই ছবি হাউসফুল হওয়ার প্রকৃত রহস্য কি? এই প্রতিবেদনে জেনে নিন।
প্রথমত, ২০১৮ সালে ‘জিরো’ মুক্তি পাওয়ার পর শাহরুখের আর কোনও সিনেমা আসেনি। অর্থ্যাৎ দীর্ঘ ৪ বছর পর এই পাঠান ছবির মাধ্যমে তার কামব্যাক। তাই সিনেমার পর্দায় কিং খানকে দেখার জন্য অধীর আগ্রহী হয়েছিলেন দর্শকরা, তাই সিনেমাহল কাঁপার এটি একটি অন্যতম কারণ।
দ্বিতীয়ত, কিছুদিন পূর্বেই দর্শকরা বলিউডের প্রতি বয়কট চাইছিল। শুধুমাত্র ব্রহ্মাত্র ছাড়া বাকি মোট ৩৯ টি বলিউড ছবি বক্স অফিসে ফ্লপ হয়েছিল গত দু’বছর ধরে। তবে সেই ধারা থেকে বেরিয়ে এসে বর্তমানে সুপারহিট পাঠান (Pathaan)। সারা দেশজুড়ে একমাত্র এই চলচ্চিত্রই ৫৭০০টি স্ক্রিনে মুক্তি পেয়েছে।
তৃতীয়ত, বলিউডের বাদশা কিং খান শুধুমাত্র ভারতেই নয় তথা সারাদেশের মানুষের কাছে ভীষণভাবে জনপ্রিয়। তাই দীর্ঘ চার বছর পর এমন ছবি আসার কারণে। তাই এটি প্রথমবারের মতো ঘটছে যখন ভারতের সংগ্রহ এবং একটি বলিউড চলচ্চিত্রের বিশ্ব সংগ্রহ সমানভাবে চলছে।
চতুর্থত, শাহরুখ খানের মতন স্টার শিল্পী এই ছবিতে কাজ করেছেন বলেই, বাকি বড় বড় শিল্পীরাও এই ছবির প্রধান হিসাবে কাজ করেছে। তাই এই ব্যাপারটি ছবিটি সাফল্য পাওয়ার অন্যতম কারণ।