Skip to content

ভারতীয় রেলে কাদের TTE ও কাদের TC বলে? দুজনের-ই কি কাজ একই নাকি আলাদা! জেনে নিন বিস্তারিত

সারা বিশ্ব জানে ভারতীয় রেল বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক (Indian Railways is the fourth largest railway network in the world)। আগের তুলনায় ধীরে ধীরে জনগণের উন্নয়নের স্বার্থে প্রযুক্তিগত দিক দিয়ে ভারতীয় রেলওয়ে ব্যাপক বিস্তার লাভ করেছে, সাথে অনেক উন্নতি ঘটেছে। কম খরচে, অল্প সময়ের মধ্যে কোন গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য শ্রেষ্ঠ পরিবহন মাধ্যম হল ট্রেন (Train)।

Train

আপনারা নিশ্চয়ই প্রত্যেকেই জানেন যখন আমরা কোনও দূরপাল্লার ভ্রমণে যাই তখন আপনার টিকিট চেকিং করা হয়। তবে আপনি কি জানেন রেলের যে কর্মচারী আপনার টিকিট চেক করেন তিনি TTE নাকি TC? আসুন আজ প্রতিবেদনে এই বিষয়ে বিস্তারিত জেনে নিন।

TTE

জানিয়ে রাখি, TTE এবং TC  দুটোই সম্পূর্ণ আলাদা পদ। এই দুটি পদের কাজ সম্পূর্ণ আলাদা। যদিও সাদৃশ্য অনুযায়ী দুজনের কাজ এটি টিকিট চেক করা, তবুও তার মধ্যে রয়েছে বিস্তর ফারাক। এবার প্রশ্নগুলো দুটির মধ্যে কিসের পার্থক্য রয়েছে? আসলে এই বিষয়ে জেনে নিন।

TTE TC

TC -এই পদের পুরো নাম হলো টিকিট কালেক্টর (Ticket Collector)। আসলে ট্রেনে যাত্রার সময় যেভাবে TTE সকলের টিকিট চেক করে যাত্রীদের সুরক্ষা প্রদান করেন এবং নিজের গুরুতর দায়িত্ব পালন করেন ঠিক সেই ভাবেই রেলস্টেশনেও TC প্ল্যাটফর্মে যাত্রীদের টিকিট চেকের কাজ করেন। অনেক সময় TC-দের শুধু প্লাটফর্মে দাঁড়িয়ে নয়, ট্রেনের গেটের সামনে দাঁড়িয়েও টিকিট চেক করতে দেখা যায়।

TTE

অপরদিকে TTE -এর পুরো নাম ট্রাভেলিং টিকিট এক্সামিনার (Traveling Ticket Examiner)। ট্রেনে যাত্রার সময় যে রেল কর্মীরা যাত্রীদের টিকিট চেক করেন তাদের বলা হয় TTE। এই পদের ব্যক্তিদের গুরুত্বপূর্ণ কাজ হল যাত্রীরা যাতে ট্রেনে সঠিক সুরক্ষা পারছে কিনা সেই দিকে খেয়াল রাখা অর্থাৎ টিকিট চেক করা, আইডি প্রুফ দেখা এবং যাত্রীরা টিকিট অনুযায়ী সঠিকভাবে সিটে বসতে পেরেছে কিনা তা পরলক্ষিত করা ইত্যাদি।

TTE

যারা প্রতিনিয়ত ভ্রমণ করতে ভালোবাসেন তাদের জানিয়ে রাখি, কোন TTE যদি রাত দশটার পর এসে টিকিট চেক করার জন্য বিরক্ত করে, তাহলে আপনি অনায়াসেই কড়া পদক্ষেপ নিতে পারেন। কারণ রেল বোর্ডের নির্দেশিকা অনুযায়ী, TTE শুধুমাত্র সকাল ৬টা থেকে রাত্রি ১০টা পর্যন্ত যাত্রীদের টিকিট চেক করতে পারবে।