Skip to content

কপি করেই চলছে বলিউডের দিন! দক্ষিণের এই ৭ ব্লকবাস্টার ছবির রিমেক করছে বলিউড, দেখুন তালিকা

গতবছর বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রির জন্য ভালো প্রমাণিত না হলেও এই বছর কিন্তু একের পর এক ছক্কা হাঁকাচ্ছে বলিউড। ‘পাঠান’ সিনেমার হাত ধরে সেই যে জয়যাত্রা শুরু হয়েছে তা মোটামুটি এখনও অব্যাহত রয়েছে। এর মধ্যেই আবার দক্ষিণের বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমার রিমেক নিয়ে আসতে চলেছে বলিউড। আজ এই প্রতিবেদনে চলুন জেনে নেওয়া যাক কোন কোন সিনেমা আগামী দিনে আসতে চলেছে বড় পর্দায়।

BHOLAA

ভোলা (Bholaa): গত ৩০ মার্চ বড় পর্দায় মুক্তি পেয়েছে অজয় দেবগন অভিনীত সিনেমা ভোলা। এই সিনেমাটি দক্ষিণের তামিল সিনেমা কাইথি (Kaithy) সিনেমা থেকে অনুপ্রাণিত। তামিল সিনেমার কাইথি সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা কার্তিক (Kartik Aryan)।

Gumraah

গুমরাহ (Gumrah): জনপ্রিয় তামিল সিনেমা খদাম- ৭ (Khadam 7)  সিনেমাটির হিন্দি রিমেক আসতে চলেছে আর কিছুদিনের মধ্যেই। গুমরাহ নামক এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করবেন আদিত্য রায় কাপুর (Aditya Roy Kapoor) এবং মৃণাল ঠাকুর (Mrinal Thakur)। ক্রাইম থ্রিলার ঘরানার এই সিনেমাটি মুক্তি পাবে আগামী ৭ এপ্রিল।

Aparichit

অপরিচিত (Aparichita): চিয়ান বিক্রম (Chiyan Vikram) অভিনীত সিনেমা অপরিচিত আমাদের কাছে ভীষণ পরিচিত একটি সিনেমা। এই সিনেমার রিমেক হতে চলেছে হিন্দিতে। সিনেমার নাম পাল্টানো হবে না। শুধু মুখ্য ভূমিকায় অভিনয় করবেন রণবীর সিং (Ranveer Singh)।

Akshay Kumar

সুরারাই পত্রূ (Surarai Pottru): তামিল সিনেমা সুরারাই পত্রু- তে অভিনয় করেছিলেন সুপারস্টার সুরিয়া (Suriya)। সিনেমাটির নাম অপরিবর্তিত রেখে সুধা কঙ্গারা (Sudha Kangara) আনতে চলেছেন হিন্দি রিমিক্স যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন অক্ষয় কুমার (Akshay Kumar)।

Tamanna Bhatiya

বিরাম (Viram): সালমান খানের (Salmam Khan) পরবর্তী সিনেমা কিসি কা ভাই কিসি কা জান, সিনেমাটি এই সাউথ সিনেমার রিমেক। সাউথের অরিজিনাল সিনেমাতে অভিনয় করেছিলেন অজিত (Ajit) এবং তামান্না ভাটিয়া (Tamanna Bhatiya)। বলিউডের এই রিমিক্স সিনেমায় অভিনয় করবেন সালমান খান এবং পুজা হেগরে (Pooja Hegde)।

The great Indian kitchen

দ্য গ্রেট ইন্ডিয়ান কিচেন (The Great Indian Kitchen): মালায়লাম এই সিনেমাটি দর্শকদের কাছে ভীষণ জনপ্রিয় একটি সিনেমা হিসেবে প্রমাণিত হয়েছিল। এই সিনেমাটির রিমেক তৈরি হতে চলেছে হিন্দিতে, যদিও নাম এখনো ঠিক করা হয়নি। সম্প্রতি এই কথা সানিয়া মালহোত্রা (Saniya Malhotra)  নিজের instagram একাউন্ট থেকে শেয়ার করেছেন।

Varun Dhawan

ডি ১৬ ধুরুভাঙ্গাল পাথিনারু (D 16 Dhuruvangal Pathinaru) : এই সিনেমার হিন্দি রিমেক করতে চলেছেন সাজিদ নাদিয়াদওয়ালা (Sajid Nadiyadwala)। নাম না ঠিক হলেও জানা গেছে ছবিটার মুখ্য চরিত্রে অভিনয় করবেন বরুণ ধাওয়ান (Varun Dhawan) এবং পরিনিতি চোপড়া (Parineeti Chopra)।