সিনেমাপ্রেমীরা অবশ্যই বলিউড (Bollywood) অভিনেত্রী বরখা মদনের (Barkha Madan) নাম মনে রেখেছেন। শুধু বলিউড সিনেমা নয়, একসময় এই অভিনেত্রী হিন্দি সিরিয়ালেও কাজ করেছেন। আবার এই অভিনেত্রী মিস ইন্ডিয়া প্রতিযোগিতাতেও অংশগ্রহণ করেছিলেন। তবে আজ এই অভিনেত্রী অত্যন্ত শোচনীয় অবস্থা আপনার চোখে জল এনে দেবে।
৯০ দশকে অভিনেত্রী বরখা মদন (Barkha Madan) মিস ইন্ডিয়া প্রতিযোগিতাতে থার্ড রানার আপ হয়েছিলেন। এরপরই তিনি বলিউডে ডেবিউ করেন। খুব কম সময়ের মধ্যেই তিনি নাম, অর্থ, যশ, খ্যাতি, প্রতিপত্তি অর্জন করতে শুরু করেছিলেন। মডেলিং জগতেও তিনি জনপ্রিয়তা লাভ করেন। তবে অভিনেত্রী এখন সবকিছু ত্যাগ দিয়ে বৌদ্ধ ভিক্ষুক হয়ে দিন কাটাচ্ছেন।
১৯৯৬ সালে অক্ষয় কুমার এবং রবিনা ট্যান্ডনের সাথে প্রথম খিলাড়িওঁ কা খিলাড়ি ছবিতে অভিনয় করেছিলেন বরখা। এরপর তার প্রতি পরিচালক রামগোপাল বর্মার নজর পড়ে। এছাড়াও অজয় দেবগন এবং উর্মিলা মাতেন্ডকরের সঙ্গে ‘ভূত’ সিনেমাতেও অভিনয় করেছিলেন তিনি।
এরপর অভিনেত্রী প্রযোজক হওয়ার চেষ্টায় ছিলেন। নিজের উপার্জন দিয়ে ‘শোচ শো’ এবং ‘সুরখাব’ নামের দুটি ছবি নির্মাণ করেছিলেন। তবে এই স্বপ্ন পূরণে তার ভাগ্য সহায় হল না। বানানো দুটি ছবি থেকে একেবারেই লাভ করতে পারলেন না বরখা (Barkha)। এরপর বিনোদন জগত থেকে নিজেকে ক্রমশ সরিয়ে নিতে শুরু করলেন অভিনেত্রী।
একবার তিনি বৌদ্ধমঠ পরিদর্শন করতে গিয়েছিলেন। আর সেখানেই এই ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন তিনি। বলিউডের এই ডাকসাইট সুন্দরী মাথার চুল কামিয়ে ন্যাড়া হয়ে সন্ন্যাস ধর্ম নিয়ে নেন। পুরাতন নামের পরিবর্তে এখন তার নতুন নাম গ্যালটেন সামটেন। বর্তমানে বৌদ্ধ ভিক্ষু হয়ে তিনি ত্যাগের জীবন যাপন মেনে চলেন।