Skip to content

অভিনেত্রী ডিম্পল কাপাডিয়ার কোলে ছোট্ট মেয়েটিকে চিনতে পারছেন? আজ এই মেয়ে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী!

  img 20221113 175455

  বর্তমানে সোশ্যাল মিডিয়ায় নতুন ট্রেন্ড হলো সেলিব্রেটিদের ছোটবেলার (Celebrities Childhood Pictures) ছবি ভাইরাল (Viral Photos) হওয়া। অনেক সময় ভক্তরা তাদের প্রিয় সেলিব্রেটিদের ছোটবেলার ছবি চিনতে পারেন, আবার অনেক সময় তারা বাইরে ছবিগুলি তিনিও নির্দিষ্ট ভাবে ঠাহর করতে পারেন না। আর সেই ছবির আসল ব্যক্তিদের জানার জন্যই আগ্রহ বেড়ে যায় নেটিজেনদের। তখন তারা বিভিন্ন উপায়ে জানার চেষ্টা করে যে এই সেলিব্রেটি কে।

  Dimple Kapadia

  সম্প্রতি নেট দুনিয়ায় একটি ছবির ভাইরাল হয়েছে যা দেখে নেটজনতাদের মধ্যে উত্তেজনা চরম তুঙ্গে। ছবিতে বলিউডের পুরনো অভিনেত্রীয়ে ডিম্পল কাপাডিয়ার (Dimple Kapadia) সঙ্গে একটি বাচ্চা মেয়েকে দেখতে পাওয়া গেছে এবং সেই খুদে শিশুটিকেই চিনতে পেরেছেন অনেকে আবার অনেকে পারেননি।

  Little twinkle khanna

  জানিয়ে রাখি, ছবিতে ডিম্পল কাপাডিয়ার সঙ্গে থাকা ছোট বাচ্ছাটি ৯০ -এর দশকে সেরা একজন অভিনেত্রী। বর্তমানে তার স্বামী বলিউডের শীর্ষতম অভিনেতা। ছবিতে দেখতে পাওয়া এই খুদে শিশুটি ডিম্পল কাপাডিয়ার বড় মেয়ে টুইঙ্কেল খান্না (Twinkle Khanna)। cinemaofindiaofficial নামের একটি বড় ইনস্টা পেজ থেকে টুইঙ্কেল খান্নার এই সাদা-কালো ছবিটি শেয়ার করা হয়েছে। ছবিটি ভাইরাল হওয়া মাত্রই নেটিজেনরা প্রশংসায় পঞ্চমুখ।

  Twinkle khanna with dimple Kapadia

  অভিনেত্রী টুইংকেল খান্না তার প্রিয় দর্শকদের বলিউডে একাধিক সিনেমা উপহার দিয়েছেন। বলিউড অভিনেতা অক্ষয় কুমারের সঙ্গে বিবাহের পর তিনি চলচ্চিত্র জগত থেকে বিরতি নেন।