Skip to content

চিনতে পারছেন ছবিতে এই ছোট্ট মেয়েটিকে? বর্তমানে ইনি বলিউডের একজন হট নায়িকা!

    img 20221117 164528

    বর্তমানে সোশ্যাল মিডিয়ার নতুন ট্রেন্ড হল – হোক কিংবা টলিউড, ভক্তদের চিনে নিতে হবে তাদের প্রিয় অভিনেতা-অভিনেত্রীদের বাল্যকালের ছবি। মাঝে মাঝেই খবরে শিরোনামে কিংবা টেলিভিশনের খবরে দেখা যায় এই ট্রেন্ড। আর দেখা মাত্রই নেটিজেনরা এই ট্রেন্ডে মত্ত হয়ে যান।

    এই প্রতিবেদনেও আমরা আলোচনা করব সদ্য শিরোনামে প্রকাশ পাওয়া একজন বাচ্চার ছবি নিয়ে। ছবিটি দেখে হয়তো কিছুজন চিনতে পেরেছেন এই খুদেকে। তবে বেশিরভাগ নেটিজেনরাই চিনতে ব্যর্থ হয়েছেন এই খুদেকে। কারণ ছবির ব্যাক্তির বর্তমান লুকের সাথে ছোটবেলার লুক একদমই আলাদা। ছবিগুলি খুবই মিষ্টি। জানিয়ে দি, এই অভিনেত্রী হলেন আপনাদের একসময়ের সবচেয়ে প্রিয় সুন্দরী অভিনেত্রী বিপাশা বাসু (Bipasha Basu)। যিনি সদ্য একটি কন্যা সন্তানের মা হয়েছেন।

    Little Bipasha Basu

    ২০০১ সালে ‘আজনাবি’ (Ajnabee) চলচ্চিত্রের মাধ্যমে তার বলিউড যাত্রা শুরু হয়েছিল। প্রথম ছবিতে অভিনয় করার পরই তিনি জিতে নিয়েছিলেন ফিল্মফেয়ার (Filmfare) পুরস্কার। এরপর টানা ১৫ বছর ধরে তিনি বলিউডের দুর্দান্ত হিট সিনেমাগুলি দর্শকদের উপহার দিয়েছেন। তবে ২০১৬ থেকে তাকে আর বলিউড ইন্ডাস্ট্রিতে খুব বেশি দেখা যায়নি।

    Bipasha Basu with her husband

    তবে আবারও নিজের স্বামী করণ সিং গ্রভারের সঙ্গে এম এক্স প্লেয়ার অরিজিনাল ওয়েব সিরিজ ডেঞ্জারাস (MX Player Original Web Series Dangerous) এর মাধ্যমে কাজে ফিরছেন তিনি। ২০১৫ সালে এই দম্পতির প্রেমকাহিনী শুরু হয় এবং ২০১৬ সালেই তারা সাতপাকে বাঁধা পড়েন। বিয়ের ছয় বছর পর তারা একটি কন্যা সন্তানের জন্ম দেন।

    Bipasha with her husband

    তবে মিডিয়া রিপোর্ট অনুযায়ী, তার প্রেগনেন্সি একদমই সুখকর ছিল না। এছাড়াও এক সাক্ষাতকারে তিনি নিজেই জানিয়েছেন, ‘প্রেগনেন্ট হওয়ার বেশ কিছুমাস পর থেকেই তিনি অসুস্থতা বোধ করতেন। সকলেই এটাকে মর্নিং সিকনেস বলতো, তবে তিনি ২৪ ঘন্টাই অসুস্থ থাকতেন। নয়তো বিছানায়, নয়তো বাথরুমে কাটত তার গোটা দিন। অনেক ওজন কমে গিয়েছিল তার, কারণ তিনি অল্প খাবার খেতেন। তবে সময়ের সাথে সাথে তিনি স্বাভাবিক হতে শুরু করেন। এখন মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন।