ব্যস্ততার জীবনে দ্রুত গন্তব্যে পৌঁছানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হল ট্রেন। প্রতিদিন লক্ষাধিক যাত্রীকে ভারতীয় রেলওয়েতে সুষ্ঠভাবে নিরাপদে সফর করছেন। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম রেল পরিষেবা হল ভারতীয় রেলওয়ে (Indian Railway)। এই কারণে ভারতীয় রেল কর্তৃপক্ষের তরফ থেকে বিগত কয়েক মাস ধরে যাত্রীদের বহু সুবিধা প্রদান করা হচ্ছে। সম্প্রতি আবারো একটি নয়া প্রদক্ষেপ শুরু করতে চলেছেন ভারতীয় রেল কর্তৃপক্ষ। আজকের প্রতিবেদনে আমরা তা বিস্তারিত জেনে নেব।
দূরপাল্লার ট্রেন যাত্রায় ভারতীয় রেল আরও একটি নয়া নিয়ম চালু করল। অনেক সময় দেখা গেছে যাত্রীদের টিকিট কনফার্ম থাকলে তারা বোডিং স্টেশন (Boarding Station) থেকে ট্রেনে না উঠে অন্য স্টেশন থেকে ট্রেনে ওঠে। তবে আগে এমনটা করা গেলেও বর্তমানে ভারতীয় রেলওয়ের তরফ থেকে এই বিষয়ে বড়সড় পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবার থেকে যে বোর্ডিং স্টেশনের টিকিট কাটা হবে, সেখান থেকেই যাত্রীকে ট্রেন ধরতে হবে। যদি তা না হয় এবং যাত্রী স্টেশন থেকে ট্রেন ধরে তবে কনফার্ম হওয়ার টিকিটটি বাতিল করা হবে (Ticket Cancle)। সাথে টিকিটের পয়সা ও ফেরত পাওয়া যাবে না। আর ওই সিটটি ওয়েটিং লিস্টে (Waiting List) থাকা ব্যাক্তির কাছে চলে যাবে। এই পুরো বিষয়টি টিটির (TTE) মাধ্যমে তদারকি করা হবে আর পুরো বিষয়টি মেশিনে সম্পন্ন করা হবে।
তবে আপনি যদি টিকিটটি কনফার্ম (Confrom Ticket) হওয়ার পর বোর্ডিং স্টেশন পরিবর্তন করতে চান তবে আগে থেকেই একটি আবেদন দিতে হবে। তবে ট্রেন ছাড়ার ২৪ ঘন্টা পূর্বে এই আবেদনটি করতে হবে। যদি আপনি টিকিট কাউন্টার থেকে বোর্ডিং স্টেশন পরিবর্তন করার টিকিট কাটেন, তাহলে পূর্বে আপনাকে রেলের সিআরএস অথবা চিফ রিজারভেশন সুপারিন্টেন্ডেন্টের কাছে আবেদন করতে হবে৷ এছাড়াও আপনি অনলাইনেও টিকিট (Online Ticket) কাটতে পারেন। তবে এর জন্য আবেদন করার সময় টিকিটের সাথে সাথে পরিচয় পত্র দেখাতে হবে।