Skip to content

অত্যন্ত করুন পরিণতি হল বাদাম কাকুর, শেষমেশ নিজের করা গানই হয়ে দাঁড়ালো কাল!

    img 20230303 094010

    বিখ্যাত অভিনেতা (Actor), নৃত্যশিল্পী (Dancer) কিংবা গায়ক (Singer) হয়ে ওঠার স্বপ্ন আছে এমন মানুষের অভাব নেই এই দুনিয়ায়। তবে অনেকেরই এই স্বপ্ন পূরণের সুযোগ হয় না। প্রতিভা থাকলেও ফিল্ম ইন্ডাস্ট্রিতে (Film Industry) নিজের জায়গা করে নিতে ব্যর্থ হয়েছেন লক্ষ লক্ষ মানুষ। তবে বর্তমানে ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ার সংযোগ অসম্ভব বলে কিছু নেই।  নিজের  প্রতিভাকে সকলের সামনে তুলে ধরা যায় খুব সহজেই। বর্তমানে এই বিভিন্ন সোশ্যাল মিডিয়া (Social Media) প্লাটফর্মই বহু মানুষকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছে।

    Bhuban Badyakar

    ঠিক এমনই একজন গায়ক হলেন বাদাম বিক্রেতা কাকু ভুবন বাদ্যকর (Bhuban Badyakar)। যিনি নিজের তৈরি একটি গান গেয়ে সোশ্যাল মিডিয়া মারফত ভাইরাল হয়ে জনপ্রিয় হয়ে উঠেছিলেন। এক সময় বিশ্ব জুড়ে ‘কাঁচা বাদাম’ (Kacha Badam Song) গানটি ভীষণ জনপ্রিয়তা অর্জন করেছিল। এই গানেই ভিডিও করে রিলস তৈরি করেছেন দেশ-বিদেশের বহু সংখ্যক মানুষ। কিন্তু কোথায় রাতারাতি হারিয়ে গেলেন এই বিখ্যাত বাদাম কাকু? কি করছেন এখন তিনি? সব বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনে।

    Bhuban Badyakar

    এই সমস্ত প্রশ্নের উত্তর স্বয়ং ভুবন বাদ্যকর-এর (Bhuban Badyakar) কাছ থেকেই পাওয়া গেছে। সম্প্রতি একটি সংবাদ মাধ্যমের কাছে তিনি নিজেই এইসব প্রশ্নের উত্তর দিয়েছেন। নিজের স্ত্রী সহ একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন এই বিখ্যাত গায়ক (Bhuban Badyakar)। তিনি বর্তমানে আর কেন গান গাইছেন না সেই কারণ বিস্তারিত জানিয়েছেন এই অনুষ্ঠানে।

    Bhuban Badyakar

    ভুবন বাদ্যকর জানান যে, “তার গানে কপিরাইট পড়েছে। বাদাম শব্দটি উচ্চারণ করলেই বারংবার কপিরাইট পড়ছে তার গানে। তিনি যেখানেই এই গান গাইতে যাচ্ছেন সেখানেই বাদাম শব্দটি’তে কপিরাইট দেওয়া হচ্ছে। তাই তিনি আর টাকা উপার্জন করতে পারছেন না। বন্ধ হয়ে যাচ্ছে অনুষ্ঠান। বদনাম হয়ে চলেছে তার নামে।”

    Bhuban Badyakar

    বীরভূমের এক সংস্থার কর্ণধারের বিরুদ্ধে গায়ক ভুবন বাদ্যকর এই অভিযোগের তীর ছুড়ে দিয়েছেন। ভুবন বাবু জানিয়েছেন, “এই ব্যাক্তি আমায় সরলতার সুযোগ নিয়ে গানের কপিরাইট করে নিয়েছেন নিজের নামে।” প্রকৃত কথায় যেহেতু তিনি একদমই পড়াশোনা জানেন না এবং ইংরেজি জানেন না তাই তার সাথে এমন নীচ কাজ করা হয়েছে। এখন সেই ব্যাক্তি আর ফোনও তোলেন না।

    অভিযোগ জানাতে জানাতে কেঁদেও ফেলেছিলেন গায়ক ভুবন বাদ্যকর (Bhuban Badyakar)। শুধু তাই নয়, তিনি ‘হ্যাপি নিউ ইয়ার’ নামে আরও একটি গান লঞ্চ করতে চলেছিলেন। তবে সেখানেও ‘পাকা বাদাম’ শব্দটি থাকায় কপিরাইট নিয়ে সমস্যা শুরু হয়। তাই বর্তমানে এই জনপ্রিয় গায়কের অবস্থা খুবই খারাপ।