Skip to content

বার বার রিচার্জ করা থেকে নিস্তার, BSNL নিয়ে এলো মাল্টি রিচার্জ প্ল্যান

সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল(BSNL) মাল্টি রিচার্জ প্ল্যানকে পরিবর্তন করে হাজির করেছে। বিএসএনএল-এ আরো তিনটি মাল্টি রিচার্জ প্ল্যান যুক্ত করেছে। এগুলি হল ৯৯ টাকা, ৩১৯ টাকা এবং ৬৬৬ টাকার রিচার্জ প্ল্যান।রিচার্জ প্ল্যান এর মাধ্যমে গ্রাহকরা তাদের প্রিপেইড প্ল্যান শেষ হওয়ার আগেই, পরবর্তী প্লান্টি রিচার্জ করে রাখতে পারেন। পূর্ববর্তী রিচার্জ প্যাকটি শেষ হয়ে গেলে পরবর্তী রিচার্জ প্যাকটি অ্যাক্টিভ হয়েছে কিনা তার কনফার্মেশন এসএমএস আসবে গ্রাহকদের কাছে।

BSNL

বিএসএনএল (BSNL)-এর ৯৯ টাকার মাল্টি রিচার্জ প্ল্যান

বিএসএনএলের (BSNL) ৯৯ টাকার রিচার্জ প্লান্টির বৈধতা ২২ দিন। পাশাপাশি রয়েছে আনলিমিটেড কলের সুবিধা।

বিএসএনএল (BSNL)-এর ৩১৯ টাকার মাল্টি রিচার্জ প্ল্যান

বিএসএনএলের (BSNL) ৩১৯ টাকা রিচার্জ প্লান্টে বিনিময়ে পাবেন ৭৫ দিনের বৈধতা। পাশাপাশি গ্রাহকদের জন্য রয়েছে, ফ্রী ডোমেস্টিক কলের সুবিধা।

BSNL

 

বিএসএনএল (BSNL)-এর ৬৬৬ টাকার মাল্টি রিচার্জ প্ল্যান

বিএসএনএল-এর ( BSNL) ৬৬৬ টাকার এই রিচার্জ বিনিময়ে গ্রাহকরা পাবেন দৈনিক ২ জিবি ডাটার সুবিধা। পাশাপাশি রয়েছে, আনলিমিটেড ভয়েস কলের সুবিধা। দৈনিক ১০০টি ফ্রি এসএমএস। তাছাড়া রয়েছে, বিএসএনএল টিউনসের সুবিধা এবং জিংক অ্যাপের ফ্রী এক্সেস।

এই মাল্টি রিচার্জ প্ল্যানটি ব্যবহার করার কারণে গ্রাহকরা বারবার রিচার্জ করার ঝুঁকি থেকে রেহাই পাবেন। গ্রাহকরা সুবিধামতো দুটি একই দামের রিচার্জ প্ল্যানটি করে রাখতে পারেন ভবিষ্যতের জন্য।

• বর্তমানে বিএসএনএলের যেসব মাল্টি রিচার্জ প্ল্যান গুলো রয়েছে সেগুলি হল-

১০০ টাকার মধ্যে রয়েছে-

৯৭ টাকা, ৯৮ টাকা এবং ৯৯ টাকার মাল্টি রিচার্জ প্ল্যান।
২০০ টাকার মধ্যে রয়েছে-
১১৮ টাকা, ১৫৩ টাকা, ১৮৭ টাকা, ১৯৮ টাকা এবং ১৯৯ টাকার মাল্টি রিচার্জ প্ল্যান।

২০০-১০০০ টাকার মধ্যে রয়েছে-

২৪৭ টাকা, ৩১৯ টাকা, ৩৯৯ টাকা, ৪২৯ টাকা, ৪৮৫ টাকা, ৫৯৯ টাকা, ৬৬৬ টাকা, ৯৯৭ টাকা, ৫৯৯ টাকার মাল্টি রিচার্জ প্ল্যান।

এখনো পর্যন্ত রিলায়েন্স জিও গ্রাহকদের জন্য কোন প্ল্যান শেষ হওয়ার আগে থেকেই পরের গানের জন্য রিচার্জ করার সুযোগ দেয়। এখনো পর্যন্ত টেলিকম সংস্থা ভোডাফোন-আইডিয়া অ্যাডভান্সড রিচার্জের কোনো সুবিধা নিয়ে আসেনি। এয়ারটেল এক-একটা প্লানের জন্য একেকবার পেমেন্টের বদলে একবারে পেমেন্ট করার বেনিফিট দিয়ে থাকে।