Skip to content

না রেখা না জয়া, একটা সময় বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন এই মহিলার প্রেমে পাগল ছিলেন!

    img 20230103 204031

    বলিউডের (Bollywood Actor) সবচেয়ে বিখ্যাত অভিনেতা হলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। তিনি শুধুমাত্র বলিউডের শাহেনশাহ নয়, তিনি সারা বিশ্বে সকলের কাছে পছন্দের বিগ-বি’ও (Big B)। দীর্ঘ বছর এত পরিশ্রমের পর আজও তিনি যেভাবে নিজের অভিনয় দক্ষতাকে ধরে রেখেছেন, সাথে নিজেকে যেভাবে ধরে রেখেছেন সেটা সত্যিই প্রশংসনীয় এবং সকলের কাছেই আদর্শ।

    Amitabh Bachchan Jaya Bachchan

    সম্প্রতি এই অভিনেতা কোন বানেগা ক্রোড়পতি সঞ্চালনা করছেন এবং সেখানেই শো-এর মাঝে মাঝে প্রত্যেক প্রতিযোগির সাথে আনন্দ সহকারে গল্প করেন তিনি। এই শো-তেই তিনি আড্ডা দিতে দিতে নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে আলোচনা করতে গিয়ে তিনি নিজের প্রেম জীবন নিয়ে কথা বলেন।

    Rekha

    আমরা প্রত্যেকেই জানি, অভিনেত্রী রেখার (Rekha) সঙ্গে তার প্রেমের সম্পর্ক থাকলেও তিনি অভিনেত্রী জয়াকে (Jaya Bachchan) বিবাহ করেন। অপরদিকে, এটাও দেখা যায় যে রেখা দেবী বিধবা হওয়া সত্ত্বেও আজও একটি অজ্ঞাত কারণে মাথায় সিঁদুর পড়ে থাকেন। অনেকেই অবশ্য মনে করেন, এই রহস্যের কারণ স্বয়ং অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)।

    Amitabh jaya

    কোন বানেগা ক্রোড়পতি (Kaun Banega Cororpati) এই শো-তে বিগ-বি জানান, “যখন তিনি যুবক ছিলেন তখন একজন অভিনেত্রীকে তিনি ভীষণভাবে ভালোবাসতেন। সেই অভিনেত্রী তার ক্রাশ ছিল। তিনি হলেন ওয়াদিয়া রহমান (Wadia Rahman)। শুনেই অবাক লাগছে তাই তো? তবে একথা সত্যি।

    Wadia Rahman

    ধর্ম, আদালত সিনেমাতে অমিতাভ বচ্চনের বান্ধবীর চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল ওয়াদিয়া রহমান’কে (Wadia Rahman)। এছাড়াও এই অভিনেত্রীই অমিতাভের মায়ের চরিত্রেও অভিনয় করেছেন। এই অভিনেত্রীই সেই সময় তার চোখের মণি ছিল।