Skip to content

ব্যাংকের গ্রাহকরা পড়তে পারেন বড়োসড়ো সমস্যায়, এপ্রিল মাসে ১৪ দিন বন্ধ থাকবে ব্যাংক

    এপ্রিল মাসে গোটা দেশ জুড়ে মোট 14 দিন ব্যাংক বন্ধ থাকবে। Reserve Bank of India এর বার্ষিক ক্যালেন্ডার থেকে 14 দিনের এই ছুটির সময় সীমা জানা গেছে। 14 দিনের এই ছুটির মধ্যে 8 দিন নানা উৎসব এবং Bank closing day (1april) এর জন্য ছুটি থাকবে। এই আটদিন বাদ দিয়ে বাকি ছয় দিন শনি ও রবিবার এর জন্য ছুটি থাকবে। তবে উৎসবের দিনের ছুটি গুলি বিভিন্ন রাজ্যে আলাদা হতে পারে। জানিয়ে রাখা ভাল যে 27 মার্চ থেকে 4 এপ্রিল পর্যন্ত ব্যাংক মাত্র দু’দিন খোলা থাকবে।

     

    Reserve Bank of India

    Reserve Bank of India এর ক্যালেন্ডার অনুযায়ী, দোল উৎসব এবং শনি রবিবারের কারণে 27 মার্চ থেকে 29 শে মার্চ টানা 3 দিন ব্যাংক বন্ধ থাকবে। তবে বিহারের পাটনাতে হোলি উৎসবের জন্য দুদিন ছুটি বরাদ্দ থাকার কারণে 30 মার্চ ও ব্যাংক বন্ধ থাকবে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্যালেন্ডার অনুযায়ী এপ্রিলের 1 তারিখ বার্ষিক ব্যাংক বন্ধ (closing of yearly accounts) জন্য ছুটি থাকবে। 2 এপ্রিল Good Friday, এবং 3 এপ্রিল রবিবার পড়ছে।

    SBI

     

    Reserve Bank of India

    বাবু জগজীবন রাম এর জন্মতিথির কারণে 5 এপ্রিল হায়দ্রাবাদ জুড়ে ব্যাংক বন্ধ থাকবে। তবে এর প্রভাব আমাদের রাজ্যে পড়বে না। 10 এপ্রিল মাসের দ্বিতীয় শনিবার এবং 11 তারিখ রবিবার এর জন্য ব্যাঙ্ক বন্ধ থাকবে। 14 এপ্রিল ও ব্যাঙ্ক বন্ধ থাকবে কারণ ওই দিন বাবা সাহেব আম্বেদকরের জন্মতিথি। আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গে 14 এপ্রিল এবং পরের দিন বাংলা নববর্ষের জন্য ব্যাংক বন্ধ থাকবে।16 এপ্রিল অসম এ বিহু উৎসবের জন্য ব্যাংক বন্ধ এবং 18 এপ্রিল রবিবার।

     

    21 এপ্রিল রাম নবমীর জন্য কিছু রাজ্যে ব্যাংক বন্ধ থাকলেও পশ্চিমবঙ্গে ব্যাংক খোলা থাকবে। 24 এপ্রিল ও 25 এপ্রিল যথাক্রমে শনিবার ও রবিবার এর জন্য ব্যাঙ্ক বন্ধ থাকবে। অর্থাৎ আমরা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্যালেন্ডার অনুযায়ী দেখতে পাচ্ছি এপ্রিল মাসে সবচেয়ে বেশি ব্যাংক বন্ধ থাকছে। কিন্তু এটি অবশ্য সমস্ত রাজ্যের একই নয়। উৎসবের পার্থক্যের ভিত্তিতে ব্যাংক বন্ধের পার্থক্য হবে। তবুও আপনার যদি ব্যাংক সম্বন্ধিত কোন জরুরী কাজ থেকে থাকে তাহলে সেটি এই মাসেই করে ফেলার চেষ্টা করুন।

    Pnb