Skip to content

১লা জানুয়ারি থেকে ব্যাংকের নিয়মে আসতে চলেছে একগুচ্ছ পরিবর্তন, নতুন নিয়ম না জানলে পড়বেন সমস্যায়!

    img 20221226 203447

    আর মাত্র ৬ দিন, তারপর নতুন বছর শুরু। বিদায় নেবে ২০২২ সাল। এই চলতি বছরেই ভারতীয় রেলওয়ে থেকে শুরু করে ব্যাঙ্কের নিয়মে অনেক পরিবর্তন ঘটেছে এবং জানা গিয়েছিল, আরও বেশ কিছু পরিবর্তন হতে চলেছে। এবার সেটাই ঘটবে ব্যাঙ্কের নিয়মে নতুন বছরের শুরুতেই। এসএমএস-এর মাধ্যমে তথ্য সংগ্রহ করা থেকে শুরু করে লকার চুক্তির সমস্ত নিয়মেই পরিবর্তন হতে চলেছে। এই প্রতিবেদন থেকে পরিবর্তনগুলো জেনে নিন।

    Reserve Bank of India

    নতুন বছরের প্রথমেই ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (RBI) পক্ষ থেকে প্রত্যেক ব্যাঙ্কগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে যে ব্যাঙ্কগুলোকে খালি লকারের তালিকা এবং ওয়েটিং লিস্ট দেখানর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও জানানো হয়েছে যে, সর্বাধিক ৩ বছরের জন্য প্রত্যেক ব্যাঙ্কগুলি গ্রাহকদের থেকে লকারের জন্য ভাড়া নিতে পারবে। তবে এক্ষেত্রে গ্রাহকদের কোন ক্ষতি হলে, সেই ক্ষতিপূরণ ব্যঙ্ককেই দিতে হবে। সেক্ষেত্রে দায় এড়ালে চলবে না।

    SBI,PNB

    যদি ব্যাঙ্কের দুর্বলতার কারণে চুরি অথবা অগ্নিকাণ্ডের মতো গুরুতর দুর্ঘটনা ঘটে, কিংবা ভবন ধসে যাওয়ার কারণে গ্রাহকদের লকার জনিত যাবতীয় সমস্যা দেখা দেয়, তাহলে ব্যাঙ্ককে গ্রাহকের এই ক্ষতিপূরণ করতে হবে। সেই দায় এড়িয়ে গেলে ব্যঙ্ক আটক করা হবে এবং আইন জনিত শাস্তিও দেওয়া হতে পারে।

    Bank locker

    এছাড়াও জানিয়ে রাখি, লকার ব্যবস্থার ক্ষেত্রে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক অর্থাৎ PNB গ্রাহকদের লকার দেওয়ার আগে একটি স্ট্যাম্প যুক্ত কাগজে চুক্তি করে নিত। তবে এবার ১লা জানুয়ারি থেকে রিজার্ভ ব্যাঙ্ক নির্দেশানুযায়ী, লকার সংক্রান্ত কোনও বিষয়েই গ্রাহকদের ন্যূনতম কোনো ক্ষতি হলেও সেই দায়ভার গ্রহণ করবে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। সেই দায় অস্বীকার করলে মামলা হতে পারে।

    Bank locker

    এই নতুন নিয়মের কারণে লকার সংক্রান্ত বিষয়ে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI), পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক-সহ দেশের বাকি ব্যঙ্কগুলিতে আগে থেকেই এসএমএস-এর মাধ্যমে রেজিস্ট্রার মোবাইল নম্বরে সমস্ত তথ্য পাঠিয়ে দেবে। তবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের  (PNB) পক্ষ থেকে পাঠানো ম্যাসেজে অনুযায়ী, ৩১ শে ডিসেম্বর ২০২২-এর আগেই কার্যকর করা হবে নতুন লকার চুক্তি।