Skip to content

VI গ্রাহকদের জন্য দুঃসংবাদ! বদলে দেওয়া হলো VI দুটি জনপ্রিয় প্ল্যান

বর্তমানে ভারতের বৃহৎ টেলিকম সংস্থা (Reliance jio, Airtel, BSNL,Vi) গুলি নিজেদের গ্রাহক সংখ্যা বাড়ানোর জন্য প্রতিযোগিতায় নেমে পড়েছে। তবে হিসেব অনুযায়ী দেখা যাচ্ছে এই প্রতিযোগিতায় লাভ উঠাচ্ছে শুধুমাত্র Reliance jio, বাকি টেলিকম সংস্থা গুলির মধ্যে Airtel বাজারে নিজেকে টিকিয়ে রাখতে সক্ষম হলেও অন্য টেলিকম সংস্থা দুটি এর অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন হয়ে দাঁড়িয়েছে। Vodafone ও Idea একসাথে মিলিত (Vi) হয়েও তারা তাদের গ্রাহক ধরে রাখতে পারছে না। এর জন্য বিশাল অংকের ক্ষতির বোঝা তাদের ওপর চেপে গেছে।

সম্প্রতি Airtel তাদের 49 টাকা রিচার্জ প্ল্যান বাজার থেকে তুলে নিয়েছে। এবং এই 49 টাকার প্ল্যান এর বদলে তারা 79 টাকার প্ল্যান লঞ্চ করে। এতে সাধারণ মানুষ যারা মিনিমাম রিচার্জ টি করতো তারা সমস্যার সম্মুখীন হয়েছে। তাই অনেকে যারা 49 টাকার রিচার্জ করতেন তারা Vi তে চলে যান। কিন্তু এইসব গ্রাহকদের জন্য রয়েছে 12 সংবাদ। ক্ষতির বোঝা কমাতে এবার Vi টেলিকম সংস্থা ও এই 49 টাকার রিচার্জ প্ল্যান এর বিশাল ফের বদল করলো। তারা অবশ্য বাজার থেকে 49 টাকা রিচার্জ প্ল্যান টি তুলে নেয়নি তবে বিশেষ পরিবর্তন করে দিল। তার সাথে 95 টাকার প্ল্যান এর পরিবর্তন করা হল।

VI

VI

49 টাকার Vi রিচার্জ প্ল্যান এ কি পরিবর্তন করা হলো?

আগে Vi এর গ্রাহকরা 49 টাকা রিচার্জ করলে 38 টাকা টকটাইম+ 100 mb ডেটা দিত ও তার সাথে 2.5p/sec হারে কল চার্জ করতো। বৈধতা ছিল 28 দিনের জন্য। তবে এই প্ল্যান এ বিশেষ পরিবর্তন করে দেওয়ার পর সবকিছু আগের মত থাকলেও বৈধতা 28 দিনের বদলে 14 দিন করে দেওয়া হল। অর্থাৎ 14 দিন বৈধতা কমিয়ে দেওয়া হল। সাধারণ গ্রাহকদের এতে কত বড় ক্ষতি তা বলে বোঝানোর নয়।

95 টাকার Vi রিচার্জ প্ল্যান এ কি পরিবর্তন করা হলো?

Vi এর 95 টাকার এই রিচার্জ প্ল্যান এর বৈধতা করে দেয়া হলো 35 দিনের জন্য। সাথে দেওয়া হবে 74 টাকা টকটাইম এবং 200 mb ডেটা। কল চার্জ 2.5p/sec। তবে Vi এর 79 টাকার রিচার্জ প্ল্যান টি তে কিছু পরিবর্তন করা হয়নি। এতে গ্রাহকরা আগে যা বেনিফিট পেতেন এখন ও তাই পাবেন।