Skip to content

বড় হয়ে গিয়েছে দঙ্গল সিনেমার সেই ছোট ‘ববিতা’, সৌন্দর্যের দিক থেকে টেক্কা দেবে ঐশ্বর্য রাইকেও

  img 20221229 104911

  সকলেরই নিশ্চয়ই আমির খান (Aamir Khan) অভিনীত দুর্দান্ত দঙ্গল সিনেমাটি’র কথা মনে আছে। ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত এই ব্লকবাস্টার সিনেমাটি দর্শকদের মন ছুঁয়ে গিয়েছিল। ছবিটির সাথে কোটি কোটি দর্শকদের কাছে পছন্দ হওয়া গুরুত্বপূর্ণ চরিত্র ববিতা ফোগাটকেও (Babita Phogat) নিশ্চয়ই মনে আছে।

  Suhani Bhatnagar

  চরিত্রে অভিনয় করা মেয়েটির আসল নাম সুহানি ভাটনগর (Suhani Bhatnagar)। সেই ছোট্ট সুহানী আজ অনেক বড় হয়ে গেছে এবং তাকে দেওতেও হয়েছে অপূর্ব সুন্দরী। সম্প্রতি তিনি সোশ্যাল মিডিয়ায় নিজের বেশ কিছু ছবি  শেয়ার করেছেন এবং নেটিজেনরা তার সৌন্দর্যতায় খুবই প্রসংশা করেছেন।

  Suhani Bhatnagar

   

  ইতিমধ্যেই তার সমস্ত ছবিই ভাইরাল (Viral Pictures) হয়ে যায়। সবুজ পোশাক পড়ে ভাইরাল হওয়া একটি ছবিতে নেটিজেনরা মন্তব্য করে লিখেছেন, “সুন্দর পোশাকের সঙ্গে সুন্দর হাসি।” আবার কেউ কেউ লিখেছেন, “মাশাল্লাহ”।

  Amir Khan

  বর্তমানে এই মিষ্টি অভিনেত্রীর বয়স ১৪ বছর। আমির খানের দঙ্গল সিনেমায় অভিনয়ের মাধ্যমেই শুরু হয় তার প্রথম ক্যারিয়ার। সেই ছোট্ট সুহানী আজ অনেক বড় হয়ে গেছে। অতীব সুন্দরী হওয়া সত্ত্বেও তিনি বলিউড থেকে দূরে রয়েছেন।

  See also  বিরাট কোহলি গড়লেন এমন এক রেকর্ড যা বিশ্বের আর কোন ক্রিকেটার করতে পারেনি!