Skip to content

‘RRR’ নয়, অস্কার নমিনেশন এর দৌড়ে এগিয়ে ঋষভ শেঠির ‘কানতারা’ ছবিটি! দর্শকদের মনে জায়গা করে নিয়েছে এই ছবি

    img 20221022 231313

    কন্নড় সিনেমার পর হিন্দি চলচ্চিত্রের বক্স অফিসে প্রচুর আয় করছে দক্ষিণী সিনেমা কান্তরা (Kantara)। এখন দর্শকরা এই ছবির জন্য অস্কারের মনোনয়ন দাবি করছে। বক্স অফিসে এখন দুর্দান্ত হিট হয়েছে দক্ষিণী সিনেমা কান্তারা (Kantara)। ছবিটি বিভিন্ন ভাষায় মুক্তি পেয়েছে। যেখানে যেখানেই ছবি মুক্তিপ্রাপ্ত হয়েছে সেখানেই এই সিনেমা সুপারহিট।

    ঋষভ শেঠি পরিচালিত এই ছবিটি হিন্দি বক্স অফিসেও কোটি কোটি টাকা আয় করছে।   দক্ষিণের একাধিক সুপারস্টার ছবিটি প্রশংসিত করেছেন।  এতটা সফলতা পাওয়ার পর এবার সোশ্যাল মিডিয়ায় এই ছবি নিয়ে ভিন্ন ধরনের দাবি উঠেছে যা দেখে ছবি নির্মাতারা সহ ছবির অভিনেতা-অভিনেত্রীরা দারুণ খুশি।

    অস্কার মনোনয়নের দাবি করা হয়েছে (Oscar nominations claimed)

    Kantara film

    বর্তমানে ঋষভ শেঠির পরিচালিত কান্তারা সিনেমাটি সকলের কাছে আলোচনার মূল বিষয়বস্তু। মুক্তি পাওয়ার পর মাত্র ৫ দিনে ছবিটি হিন্দি বক্স অফিসে ১১.১৫ কোটি টাকা উপার্জন করেছে। ছবিটি যেখানে যেখানে মুক্তি পেয়েছে সেখানকার মানুষরাই দারুণ রিভিউ (Outstanding Review For Kantara Film) দিয়েছে এই সম্বন্ধে।

    এছাড়াও টুইটারবাসীরা এই ছবিটি নিয়ে অস্কারের জন্য মনোনয়ন দাবি করছেন (Twitter users are demanding an Oscar nomination for this film)।  কান্তরা সিনেমাটি কেজিএফ মেকার্স হোমেবল ফিল্মসের একমাত্র চলচ্চিত্র (Kantara movie is the only movie of KGF Makers Homeable Films)। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল আলোচনা। তাহলে দেখা যাক অস্কারে মনোনীত হওয়া এই ছবির দাবি নিয়ে টুইটারে মানুষ কী বলছেন।

    Kantara, RRR

    ভারতের পক্ষ থেকে অস্কারের জন্য অনেক চলচ্চিত্রকেই দাবি করা হয়েছিল মনোনয়নের জন্য।  সম্প্রতি, রাম চরণ (Ramcharan) এবং জুনিয়র এনটিআর (Junior NTR) -এর চলচ্চিত্র RRR কে সাধারণ বিভাগে অস্কারের জন্য আবেদন করা হয়েছে। কিন্তু তবুও দর্শকদের এই বিষয়ে সবচেয়ে বেশি আগ্রহ কান্তারা (Kantara) সিনেমার প্রতি। এবার দেখা বিষয় কোন সিনেমাটি সত্যিই নিজের স্থান করে নিতে পেরেছে অস্কার মনোনয়নের জন্য।