প্রকাশ্যে এলো ইরানে অবস্থিত বিশ্বের সব থেকে খাটো মানুষের নাম। এ বিষয়ে বিশ্ব রেকর্ড গড়ল ইরান (Iran)। ইতিমধ্যেই গিনিস বুক অফ ওয়ার্ল্ডে তার নাম অন্তর্ভুক্ত হয়েছে। বিশ্ব রেকর্ড তৈরি করা এই ব্যক্তিটির নাম আফসিন ইসমায়েল (Afsin Ismai)। তিনি দীর্ঘদিনের ইরানের বাসিন্দা।
বিভিন্ন খবর সূত্রে জানা যায়, তিনি জন্ম নেওয়ার আগেও তার বাবা-মা দুই সন্তানকে হারিয়েছিলেন। তাই বর্তমানে তিনিই পরিবারের সবকিছু। পরিবারের সকলের কাছে সে বেশ আদর, যত্ন ভালোবাসা পায়। তার জন্মের বেশ কিছুদিন পরে জানা গিয়েছিল তিনি জেনেটিক ডিসঅর্ডারে আক্রান্ত। তবে বর্তমান যুগে এসব নিয়ে কেউ দুশ্চিন্তা করে না, তাই হাসিমুখে নিজের এই সত্যতা মেনে নিয়ে তিনি এগিয়ে চলেছেন জীবনের পথে।
২০ বছর বয়সের আফসিন ইসমায়েলের (Afsin Ismail) দৈর্ঘ্য ২ ফুট বা ১.৬ ইঞ্চি অর্থাৎ প্রায় ৬৫.২৪ সেন্টিমিটারের আশেপাশের মধ্যে। সারা বিশ্বে আফসিনেরর পূর্বেও যে কজন খাটো মানুষকে দেখা গেছে তাদের দৈর্ঘ্য তবুও যথেষ্টই বেশি। প্রধানত আফসিন বিশ্বের চতুর্থতম ক্ষুদ্র ব্যক্তির খেতাব জিতেছেন। এই ব্যক্তির শারীরিক ওজন প্রায় ৬.৫ কেজি অর্থাৎ ৭০০ গ্রাম। উচ্চতায় এত ছোট হওয়ার কারণে তার মাপের পোশাক তৈরি করা যে তোরা বলে তিনি কোনদিন স্কুল যেতে পারেননি। জানা গেছে তিনি মাত্র তিন বছরের বাচ্ছাদের পোশাক কিনে পরিধান করেন। তবে সেই নকশার সাথে তার বয়সে তাকে একদম মানায় না।
আফসিনের পূর্বে এই খেতাব জিতেছিলেন প্রায় ৭২ সেমি দৈর্ঘ্যের কলম্বিয়া বাসিন্দা এডওয়ার্ড নিনো (Edward Nino)। ৩৬ বছর বয়সী ওই ব্যক্তির থেকেও ৭ সেন্টিমিটার কম ইরানের আফসিন ইসমায়েল। বিশ্বে এমন ক্ষুদ্র মানুষের সন্ধান সত্যিই অভাবনীয় বিষয়।
যেদিন সারা বিশ্বে খবর প্রকাশ পায় সেদিন তাকে আনা হয়েছিল দুবাইয়ে। সেখানে অফিসে তার উচ্চতা মাপা হয়েছিল। আফসিন এতটাই খাটো যে, মোবাইল ফোন ব্যবহার করতে গিয়েও তাকে অস্বস্তিতে পড়তে হয়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তার এই খবর যা ইতিমধ্যে নেটিজেনদের বিস্ময় করে তুলেছে।