Skip to content

দেখে নিন এই ৫ জন তারকার বিলাসবহুল ভ্যানিটি ভ্যান,যা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আর কারো কাছে নেই! দাম শুনলে চমকে উঠবেন

img 20230412 190256

বলিউড (Bollywood) তারকারা প্রতি মাসে কোটি কোটি টাকা উপার্জন করেন। বছরে বেশ কয়েকটি বিগবাজেট সিনেমা সহ অনেক বিজ্ঞাপনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে সেলিব্রেটিরা কোটি কোটি টাকার বিছানায় শুয়ে থাকেন এমনটাই বলা যায়। সালমান খান (Salman Khan) থেকে শুরু করে শাহরুখ খান (Sharukh Khan), আলিয়া ভাট (Alia Bhatt) থেকে শুরু করে দীপিকা পাডুকোন (Deepika Padukon) –এই সমস্ত বড় বড় সেলিব্রেটির বিলাসবহুল জীবনযাপন দেখলে চোখ ফেরাতে পারবেন না। তাই আজকের এই প্রতিবেদনে রইল বলিউডের ৬ জন তারকার দামি ভ্যানিটি ভ্যানের দাম (Bollywood Stars Vanity Vans Price) এবং বিশেষত্ব যা শোনা মাত্রই আপনি অবাক হবেন।

কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut) :

Kangana Ranaut

বলিউডের উচ্চ পারিশ্রমিক দাবি করা প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে কঙ্কনা রানাওয়াতের নাম উল্লেখযোগ্য। অত্যন্ত সাহসী এই অভিনেত্রী একাই যেকোনো ছবি ব্লকবাস্টার হিট করাতে পারেন। বর্তমানে তিনি শুধু অভিনেত্রী নন সাথে একজন প্রযোজকও। সম্প্রতি তিনি ৬৫ লক্ষ টাকা খরচ করে তার সবচেয়ে দামি ভ্যানিটি ভ্যানটি সাজিয়ে তুলেছে।

সালমান খান (Salman Khan) :

Salman Khan

বলিউডের যেসব তারকাদের সবচেয়ে দামি ভ্যানিটি ভ্যান রয়েছে তাদের মধ্যে ভাইজান সালমানের (Salman Khan) নাম অন্তর্ভুক্ত। মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, সালমানের ভ্যানিটি ভ্যানটি চার কোটি টাকারও বেশি।

শাহরুখ খান (Shah Rukh Khan) :

Shah Rukh Khan

বলিউডের বাদশা শাহরুখ খান প্রায় ১৪ মিটার দীর্ঘ একটি ভলভো নাইন বি আরকে (Volvo 9BR) অত্যন্ত বিলাসবহুল জিনিসপত্র দিয়ে সাজিয়ে তুলেছেন সবচেয়ে দামি ভ্যানিটি ভ্যান। অতিরিক্ত দামের এই ভ্যানিটি ভ্যানের ভিতরে ওয়ার্ক স্টেশন, টয়লেট শোয়ার জায়গা সবই আছে। প্রায় ৫ কোটি টাকা এই ভ্যানিটি ভ্যানের দাম।

হৃত্বিক রোশন (Hrithik Roshan) :

Hrithik Roshan

বলিউডের গ্রিক গড হৃত্বিক রোশনের কাছে মার্সিডিজ ভি ক্লাস ভ্যানিটি ভ্যান রয়েছে। যার ভিতরটা সম্পূর্ণ রাজকীয়ভাবে তৈরি এবং এই ভ্যানিটি ভ্যান এর দাম প্রায় ৩ কোটি টাকা।

অল্লু অর্জুন (Allu Arjun) :

Allu Arjun

এই দক্ষিণী সুপারস্টারের ভ্যানিটি ভ্যানের নাম ফ্যালকন। অন্যান্য সেলিব্রেটিদের তুলনায় আল্লু আর্জুনের (Allu Arjun)। তার ব্যবহৃত এই বিলাসবহুল ভ্যানটির দাম প্রায় ৭ কোটি টাকা।

আলিয়া ভাট (Alia Bhatt) :

Alia Bhatt

আলিয়া ভাটের (Alia Bhatt)অত্যন্ত সুন্দর ভ্যানিটি ভ্যানটি ডিজাইন করেছেন শাহরুখ পত্নী গৌরি খান (Gauri Khan)। এর প্রকৃত দাম না জানা গেলেও ভেতরের সাজসজ্জা দেখে বোঝা যায় যে অভিনেত্রী কোটি কোটি টাকা খরচ করে এই ভ্যানটি সাজিয়েছেন।