ভারতীয় ক্রিকেট দলের চেহারা বদলে দিয়েছিলেন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)। এবার এই ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা বাংলার দাদার বড় পর্দায় বায়োপিক (Sourav Ganguly’s Biopic) আসতে চলেছে।
সূত্রানুযায়ী, স্ক্রিপ্টে সম্মতি দিয়েছেন সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)। দাদার চরিত্রে অভিনয় করতে চলেছেন বলিউডের অন্যতম প্রতিভাশী সুদর্শন অভিনেতা রণবীর কাপুর (Ranbir Kapoor)। যদিও এ বিষয়ে নির্মাতারা এখনও নিশ্চিত হননি। তবে একটি ওয়েবসাইট থেকে এমনই খবর পাওয়া গেছে।
ছবিতে যারা আরও অন্যান্য মুখ্য চরিত্রে অথবা পার্শ্ববর্তী চরিত্রে অভিনয় করবেন তাদের কাস্টিং এখনও চলছে। এছাড়াও গুঞ্জন শোনা যাচ্ছে যে, এই বায়োপিকে এমএস ধোনিও (MS Dhoni) ক্যামিও চরিত্রে রয়েছেন। এই বায়োপিকে মুখ্য চরিত্রে অভিনয় করার জন্য রণবীর’কে ফোন করা হয়েছিল। তিনি বর্তমানে শ্রদ্ধা কাপুরের (Shraddha Kapoor) সাথে তার আসন্ন ছবির প্রচারে ব্যস্ত আছেন। ওই ছবির প্রচার শেষ হওয়া মাত্রই তিনি সৌরভ গাঙ্গুলীর বায়োপিকের শ্যুটিং শুরু করে দে!বেন এমনটাই জানা গেছে।
বর্তমানে সমস্ত ক্রিকেট ভক্তরাই এখন এই সিনেমার শুটিং থেকে শুরু করে কবে মুক্তি পাচ্ছে তার অপেক্ষায় বসে আছেন। এই বায়োপিকে ন্যাট ওয়েস্ট সিরিজের ফাইনালের রোমাঞ্চ, স্ত্রী ডোনার সঙ্গে সম্পর্ক, ভারতীয় ক্রিকেটারের ড্রেসিংরুমের অনেক স্মৃতি শেয়ার করা আছে।
তবে সৌরভ গাঙ্গুলীর বায়োপিকে শুধু রণবীর কাপুর নন, রয়েছে আরও একটি বিখ্যাত নাম। তিনি হলেন সকলের প্রিয় গানের রাজা অরিজিৎ সিং (Arijit Shing)। দাদার বায়োপিকে গান গাইতে চলেছেন তিনি। এ খবরটি প্রকাশ্যে আসা মাত্রই ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে।