বর্তমান সময়ে অনিল আম্বানি (Anil Ambani) ভারতবাসীদের কাছে সত্যিকারের ভারতীয় বলে প্রশংসিত হয়েছেন। বিশ্বের সবথেকে ধনী পরিবারগুলোর মধ্যে অন্যতম হলেন আম্বানি পরিবার। একসময় মুকেশ আম্বানি থেকেও ধনী ছিলেন ভাই অনিল আম্বানি (Anil Ambani)। কিন্তু এখন শোনা যাচ্ছে তিনি নাকি আর ধনী নেই। একথা নিজের মুখে স্বীকার করেছেন স্বয়ং অনিল আম্বানি।
অনিল আম্বানি সম্প্রতি চীনের তিনটি ব্যাঙ্ককে 5000 কোটি টাকা দিতে অস্বীকার করেছেন। কারণ দেখাতে গিয়ে এই ব্যবসায়ী বলেছেন আগে তারা ধনী ছিল কিন্তু এখন তারা গরীব হয়ে গেছে তাই তারা চীনা ব্যাঙ্কের টাকা ফেরত দিতে পারছে না। 5000 কোটি টাকা ঋণ পরিশোধ করতে অস্বীকার করেছেন অনিল আম্বানি। আর ঠিক এই কারণেই তার ভক্তরা তাকে একজন সত্যিকারের ভারতীয় বলে প্রশংসা করেছেন।
টুইটারের এই পোস্টকে ঘিরে সবাই অনিল আম্বানির প্রশংসা করছেন। তার পোস্টে অনেকেই মন্তব্য করতে গিয়ে তাকে দেশের প্রকৃত নায়ক হিসেবে আখ্যায়িত করেছেন। একজন টুইটার ব্যবহারকারী লিখেছেন, অনিল আম্বানিকে নিয়ে আমাদের সকলের গর্ব করা উচিত। যদি খেলাপি হতে হয় তবে অনিল আম্বানির মতই হওয়া উচিত। বিজয় মালিয়ার মতো নয় যিনি নিজের দেশের টাকা নিয়ে পলাতক হয়েছেন। আর অপরদিকে অনিল আম্বানি চীনের ধার পরিশোধ করতে অস্বীকার করেছেন। বলেছেন তিনি নাকি নিঃস্ব হয়ে গিয়েছেন তাই বকেয়া টাকা শোধ দিতে পারবেন না।
কেউ কেউ আবার তাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির থেকেও ভালো বলেছেন। কারণ তিনি চীনের কাছ থেকে 700 মিলিয়ন ডলার নিয়েছেন। আবার কেউ কেউ তাকে জীবন্ত কিংবদন্তি এবং একজন সত্যিকারের ভারতীয় বলা শুরু করেছে।