Skip to content

এক চার্জেই চলবে 55 কিমি, অত্যন্ত সস্তায় দুর্দান্ত ইলেকট্রিক সাইকেল নিয়ে এলো Hero

    img 20221009 091632

    দিনের পর দিন জ্বালানির দাম যত বৃদ্ধি পাচ্ছে তত প্রত্যেককে জ্বালানির দামের হাত থেকে রেহাই পেতে ইলেকট্রনিক জিনিসের প্রতি বেশি আকৃষ্ট হচ্ছে। সেটা ইলেকট্রনিক যানবাহনই হোক কিংবা কোন প্রয়োজনীয় ইলেকট্রনিক জিনিস। তবে শুধুমাত্র পেট্রোল বা ডিজেলের দামের থেকে মুক্তি পাওয়ার জন্যই নয় পড়ন্ত ইলেকট্রনিক গাড়ি পরিবেশকে দূষণের হাত থেকে অনেকটাই রক্ষা করে। তবে প্রত্যেকেই জানি বর্তমানে ইলেকট্রনিক গাড়ির দাম এতই বেশি যা কেনা মধ্যবিত্ত পরিবারের নাগালের বাইরে। তাই মানুষকে বিকল্প হিসেবে বেছে নিয়েছি ইলেকট্রনিক সাইকেল (Electric Cycle)।

    Electric Cycle

    সম্প্রতি এই বিশ্ববাজারে অনেক কোম্পানি ইলেকট্রনিক সাইকেল লঞ্চ করেছে। ইলেকট্রনিক সাইকেলের চাহিদা থাকায় এবং তা গ্রহণযোগ্য হওয়ায় অতি কম সময়েই সাইকেলগুলির বাজার দখল করতে অসুবিধা হয়নি। ইলেকট্রনিক সাইকেল গুলির মধ্যে সবচেয়ে ভালো ব্রান্ড হলো হিরো (Hero)। তবে এই কোম্পানি শুধু যানবাহনের ক্ষেত্রে নয় এছাড়া অনেক ক্ষেত্রে বহু বছর ধরে ভারতীয় বাজারে নিজের সার্ভিস দিচ্ছে। যার কারণে হিরো (Hero) কোম্পানির এই ইলেকট্রনিক্স সাইকেল ভালোভাবেই বাজার দখল করতে পেরেছে।

    আজ এই প্রতিবেদনে আপনাদের এমন চারটি হিরো কোম্পানির ইলেকট্রনিক সাইকেলের (Hero Electric Cycle) বিষয়ে বলব, যে বর্তমানে প্রত্যেকেই কিনছেন এবং সুবিধাও পাচ্ছেন। এই অত্যাধুনিক সাইকেলের সবচেয়ে বড় বিশেষত্ব হলো এটি একবার চার্জ দিলেই প্রায় ৫৫ কিলোমিটার অবধি যেতে পারে। তাহলে জেনে নিন এগুলির বিষয়ে।

    ১) Hero Lectro C1 :-

    Hero Lectro C1

    কমিউটার রেঞ্জের অন্যতম অংশ হলো হিরো কোম্পানির এই ইলেকট্রনিক সাইকেলটি। এই ইলেকট্রিক সাইকেলের মোটরটি 250W BLDC এবং এটি খুবই আরামদায়কপূর্ণ একটি সাইকেল। যাত্রীরা এই সাইকেল চালিয়ে খুবই উপভোগ করেন। মাত্র ৩২,৯৯৯ টাকা দামের এই সাইকেলটি এক চার্জেই ৩০-৩৫ কিলোমিটার সার্ভিস দিতে পারে।

    ২) Hero Lectro C5x :-

    Hero Lectro C5x

    হিরো কোম্পানির এই সাইকেলটি বেশ জনপ্রিয় এবং মজবুত একটি সাইকেল যার ব্যাটারি লিথিয়াম-আয়ন বেষ্টিত। একবার চার্জ হলে তা ৩-৪ ঘন্টা অবধি চলতে সক্ষম। ৩৮,৯৯৯ টাকা দামের এই সাইকেলটির সবচেয়ে ভালো বিশেষত্ব হল এতে ধুলোবালি কিংবা জলের কোনও প্রভাব পড়ে না।

    ৩) Hero Lectro F1 :-

    Hero Lectro F1

    MTB এর একটি নতুন মডেল হন এই ইলেকট্রনিক সাইকেলটি। ঘন্টায় সর্বোচ্চ ২৫ কিলোমিটার গতিতে সার্ভিস দেওয়া এই সাইকেলটি উঁচু নিচু রাস্তাতেও কোনরকম অসুবিধা সৃষ্টি করে না। এই সাইকেলের দাম ৩৮,৯৯৯ টাকা।

    ৪) Hero Lectro F6i :-

    Hero Lectro F6i

    বাজারে জনপ্রিয় এই সাইকেলটির ব্যাটারি হল ১১.৬ Ah। LED ডিসপ্লে এবং RFID-র চাবি আটকানোর ফিচার সমৃদ্ধ এই সাইকেলটি এক চার্জেই ৫৫ কিমি সার্ভিস দেয়। এই ই-সাইকেলের দাম ৫৪,৯৯৯ টাকা।