Skip to content

বয়স ৪০ এর কাছাকাছি হলেও রূপের আগুনে মাত করে দেবে মনামির সৌন্দর্য! দেখুন কিছু দুর্দান্ত ছবি

  img 20221220 162240

  এই অভিনেত্রীর বয়স হতে চলল ৪০! তবে তার সৌন্দর্যতার সামনে প্রতিদ্বন্দ্বী হতে দাঁড়াতে পারবে না ১৬-১৮ বছর বয়সের কিশোরীরাও। আমরা বর্তমানে টলিউডের সবচেয়ে হটেস্ট সুন্দরী অভিনেত্রী তথা নৃত্যশিল্পী মনামী ঘোষের (Monami Ghosh) কথা বলছি। তার অনবদ্য ফ্যাশনসেন্সে মুগ্ধ হয়েছে সকলে। অল্প বয়সেই তরুণীদের উৎসাহিত করেছিলেন তিনি। এই প্রতিবেদনে মনামি’র বেশ কিছু ছবি দেখে জেনে নিন কোন সময় কিভাবে সাজবেন।

  Monami Ghosh

  এই ছবিতে দেখা যাচ্ছে মনামি একটি হলুদ রঙের সিন-থ্রু ব্রা এবং আকাশি রঙের স্ল্যাগ পড়ে সুইমিং পুলের সামনে দুর্দান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছেন। কানে পড়েছেন ছোট পাথরের দুল আর গলায় একটি সুন্দর নীল রঙের পেনডেন। চোখে স্টাইলের সানগ্লাস। আপনিও কোনও পুল-বিচ পার্টিতে সবার নজর কাড়তে চাইলে, এই স্টাইলটি অনুসরণ করতে পারেন। এই পোশাকে কোনরকম মেকআপ ছাড়াই মনামি কে বেশ সুন্দর দেখতে লাগছে।

  Monami Ghosh

  এখানেই শেষ নয়, এছাড়াও মনামিকে একটি সুন্দর রামধনু রঙের টপের সাথে, হলুদ রঙের হট প্যান্ট পড়ে হালকা সাজে দেখা যাচ্ছে। আপনিও কোনও সোশ্যাল পার্টিতে গেলে এই স্টাইলটি অনুসরণ করতে পারেন। মন আমি খোলা চুলে এই পোশাকে সৌন্দর্যে প্রশংসায় মেতে উঠেছেন নেটিজেনরা।

  Monami Ghosh

  বর্তমানে টলিউডের সবচেয়ে প্রতিভাময়ী অভিনেত্রী হলেন তিনি। এছাড়াও শুধু অভিনেত্রী নন তিনি একজন বিচারক এবং দুর্দান্ত নৃত্যশিল্পীও। আগামী দিনে তিনি আরও বেশি নিজের ক্যারিয়ারে এগিয়ে যাবেন বলে নেটিজেনরা মনে করেন।

  See also  আম্বানি পরিবারের ড্রাইভার হতে গেলেও দিতে হয় কঠিন পরীক্ষা, পাস করলে পাবেন মাসে ২ লাখ টাকা বেতন!